Tollywood Inside: সিঁদুরদানের সময় ঝরঝরিয়ে কেঁদে ফেলেন শুভশ্রী! ফিরে দেখা বিয়ের মুহূর্ত

Tollywood Inside: ১১ এপ্রিল, ২০১৮। বর্ধমানে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল টলিউডের অন্যতম সুপার হাইপড বিয়ের আসর। ঠিক বলিউডি কায়দায় বিয়ে করছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

| Edited By: | Updated on: Dec 09, 2023 | 4:15 PM
১১ এপ্রিল, ২০১৮। বর্ধমানে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল টলিউডের অন্যতম সুপার হাইপড বিয়ের আসর। ঠিক বলিউডি কায়দায় বিয়ে করছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

১১ এপ্রিল, ২০১৮। বর্ধমানে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল টলিউডের অন্যতম সুপার হাইপড বিয়ের আসর। ঠিক বলিউডি কায়দায় বিয়ে করছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

1 / 8
এক দেখার মতো বিয়ে হয়েছিল সেদিন। হাজির ছিলেন টলিউডের নাম জাদারা। একেবারে সাবেজি সাজে হয়েছিল সেই বিয়ে।

এক দেখার মতো বিয়ে হয়েছিল সেদিন। হাজির ছিলেন টলিউডের নাম জাদারা। একেবারে সাবেজি সাজে হয়েছিল সেই বিয়ে।

2 / 8
শুভশ্রী পরেছিলেন লাল রঙের বেনারসি। মাথায় পরেছিলেন টোপর। গা ভর্তি ছিল সোনার গয়না।

শুভশ্রী পরেছিলেন লাল রঙের বেনারসি। মাথায় পরেছিলেন টোপর। গা ভর্তি ছিল সোনার গয়না।

3 / 8
বরবেশে রাজকেও দেখাচ্ছিল দারুন। সব মিলিয়ে যেন রাজযোটক। তবে সিঁদুর দানের সময়েই ঘটে যায় এক ঘটনা। যা নিয়ে আজও হয় নানা আলোচনা।

বরবেশে রাজকেও দেখাচ্ছিল দারুন। সব মিলিয়ে যেন রাজযোটক। তবে সিঁদুর দানের সময়েই ঘটে যায় এক ঘটনা। যা নিয়ে আজও হয় নানা আলোচনা।

4 / 8
Tollywood Inside: সিঁদুরদানের সময় ঝরঝরিয়ে কেঁদে ফেলেন শুভশ্রী! ফিরে দেখা বিয়ের মুহূর্ত

5 / 8
সবার আগে লক্ষ্য করেছিলেন দিদি দেবশ্রী। বোনের চিবুকে হাত রাখতেই সেই জল গড়িয়ে পড়েছিল গাল বেয়েও। কেন কেঁদেছিলেন শুভশ্রী?

সবার আগে লক্ষ্য করেছিলেন দিদি দেবশ্রী। বোনের চিবুকে হাত রাখতেই সেই জল গড়িয়ে পড়েছিল গাল বেয়েও। কেন কেঁদেছিলেন শুভশ্রী?

6 / 8
বিয়ে মানে এক নতুন জীবনের শুরু। সেই আবেগেই কেঁদে ফেলেছিলেন শুভশ্রী। ভক্তদের ধারণা তেমনটাই। সব কান্না যে দুঃখের হবে তা তো নয়, কিছু কান্না তো আনন্দেরও হয়।

বিয়ে মানে এক নতুন জীবনের শুরু। সেই আবেগেই কেঁদে ফেলেছিলেন শুভশ্রী। ভক্তদের ধারণা তেমনটাই। সব কান্না যে দুঃখের হবে তা তো নয়, কিছু কান্না তো আনন্দেরও হয়।

7 / 8
কিছু দিন আগেই দ্বিতীয় বার মা হয়েছেন শুভশ্রী। ছেলে-মেয়ে ও স্বামীকে নিয়ে এই মুহূর্তে সুখের সংসার তাঁর।

কিছু দিন আগেই দ্বিতীয় বার মা হয়েছেন শুভশ্রী। ছেলে-মেয়ে ও স্বামীকে নিয়ে এই মুহূর্তে সুখের সংসার তাঁর।

8 / 8
Follow Us: