Raveena Tandon Gossip: ঋতুস্রাব নিয়ে অক্ষয়ের সঙ্গে রোম্যান্স, যন্ত্রণায় কাতরে ছিলেন রবিনা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 24, 2023 | 7:47 PM

Gossip: যদিও বলিউডে কান পাতলেই শোনা যায়, তিনি অক্ষয় কুমারকে ভালবাসলেও, অক্ষয় কুমার তাঁর মন ভেঙেছিলেন। তবে পর্দায় তাঁদের একসঙ্গে রাখা মানেই ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। তেমনই এক ছবি ছিল 'মোহরা'।

1 / 9
রবিনা টন্ডন কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন। তবে সর্বাধিক চর্চিত হয়েছিলেন তিনি অক্ষয় কুমারের সঙ্গে নাম জড়ানোর পর।

রবিনা টন্ডন কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন। তবে সর্বাধিক চর্চিত হয়েছিলেন তিনি অক্ষয় কুমারের সঙ্গে নাম জড়ানোর পর।

2 / 9
রীতিমত সম্পর্কে ছিলেন তাঁরা। একটা সময় তা ধামাচাপা পড়ে যায়। সোশ্যাল মিডিয়ার রমরমা সেই সময় না থাকলেও, কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেত্রী ও অক্ষয় কুমারকে।

রীতিমত সম্পর্কে ছিলেন তাঁরা। একটা সময় তা ধামাচাপা পড়ে যায়। সোশ্যাল মিডিয়ার রমরমা সেই সময় না থাকলেও, কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেত্রী ও অক্ষয় কুমারকে।

3 / 9
যদিও বলিউডে কান পাতলেই শোনা যায়, তিনি অক্ষয় কুমারকে ভালবাসলেও, অক্ষয় কুমার তাঁর মন ভেঙেছিলেন। তবে পর্দায় তাঁদের একসঙ্গে রাখা মানেই ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। তেমনই এক ছবি ছিল মোহরা।

যদিও বলিউডে কান পাতলেই শোনা যায়, তিনি অক্ষয় কুমারকে ভালবাসলেও, অক্ষয় কুমার তাঁর মন ভেঙেছিলেন। তবে পর্দায় তাঁদের একসঙ্গে রাখা মানেই ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। তেমনই এক ছবি ছিল মোহরা।

4 / 9
এই ছবির সেটেই একে অপরকে মন দিয়েছিলেন তাঁরা। কথায় বলে পর্দার সামনে যা দেখা যায়, তার উল্টো ছবি হল বাস্তব। ঠিক কোন পরিস্থিতিতে কতটা যন্ত্রণা সহ্য করে এক একটি কাজ করে থাকেন সেলেবরা, তার আঁচও পান না দর্শকেরা।

এই ছবির সেটেই একে অপরকে মন দিয়েছিলেন তাঁরা। কথায় বলে পর্দার সামনে যা দেখা যায়, তার উল্টো ছবি হল বাস্তব। ঠিক কোন পরিস্থিতিতে কতটা যন্ত্রণা সহ্য করে এক একটি কাজ করে থাকেন সেলেবরা, তার আঁচও পান না দর্শকেরা।

5 / 9
তাঁর কেরিয়ারে সব থেকে জনপ্রিয় কোনও কাজ যদি উল্লেখ করতে হয়, নিঃসন্দেহে তা টিপ টিপ বরসা পানি। এই গানে অক্ষয় কুমারের সঙ্গে রোম্যান্টিক ডান্সে ঝড় তুলেছিলেন রবিনা টন্ডন।

তাঁর কেরিয়ারে সব থেকে জনপ্রিয় কোনও কাজ যদি উল্লেখ করতে হয়, নিঃসন্দেহে তা টিপ টিপ বরসা পানি। এই গানে অক্ষয় কুমারের সঙ্গে রোম্যান্টিক ডান্সে ঝড় তুলেছিলেন রবিনা টন্ডন।

6 / 9
তবে অনেকেই হয়তো জানেন না, এই সময় গায়ে জ্বর ছিল রবিনার। সঙ্গে হয়েছিল ঋতুস্রাব, তারই মাঝে টিপ টিপ বর্ষা পানি গানে তিনি ঝড় তুলেছিলেন অক্ষয় কুমারের সঙ্গে। অসহ্য যন্ত্রণা কাউকে বুঝতে দেননি।

তবে অনেকেই হয়তো জানেন না, এই সময় গায়ে জ্বর ছিল রবিনার। সঙ্গে হয়েছিল ঋতুস্রাব, তারই মাঝে টিপ টিপ বর্ষা পানি গানে তিনি ঝড় তুলেছিলেন অক্ষয় কুমারের সঙ্গে। অসহ্য যন্ত্রণা কাউকে বুঝতে দেননি।

7 / 9
সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। রবিনার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক নিয়ে তো জল্পনা ছিল বহুদূর। স্থির হয়েছিল তাঁদের বিয়েও। কিন্তু অক্ষের জীবনে তখন একাধিক সম্পর্ক উঁকি দিচ্ছে। বিয়ে নিজেই ভেঙেছিলেন রবিনা।

সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। রবিনার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক নিয়ে তো জল্পনা ছিল বহুদূর। স্থির হয়েছিল তাঁদের বিয়েও। কিন্তু অক্ষের জীবনে তখন একাধিক সম্পর্ক উঁকি দিচ্ছে। বিয়ে নিজেই ভেঙেছিলেন রবিনা।

8 / 9
 তবে সেই প্রেমের তালিকাতে যে নাম ছিল অজয় দেবগণেরও তা হয়তো অনেকেরই অজানা।

তবে সেই প্রেমের তালিকাতে যে নাম ছিল অজয় দেবগণেরও তা হয়তো অনেকেরই অজানা।

9 / 9
অজয় দেবগমের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা যায় তিনি নাকি আত্মহত্যাও করতে গিয়েছিলেন অজয়কে না পেয়ে। যদিও কিছুদিনের মধ্যেই অজয় দেবগণের জীবনে আসেন কাজল।

অজয় দেবগমের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা যায় তিনি নাকি আত্মহত্যাও করতে গিয়েছিলেন অজয়কে না পেয়ে। যদিও কিছুদিনের মধ্যেই অজয় দেবগণের জীবনে আসেন কাজল।

Next Photo Gallery