এ কী কাণ্ড? রঙে বুঁদ শাহরুখ-গৌরী, এভাবে সেলিব্রেট করতেন দোল…
Viral Holi Celebration Picture: কেরিয়ার শুরু আগে থেকে গৌরী খানের সঙ্গে পরিচয় তাঁর। নিজের পায়ে সেভাবে দাঁড়ানোর আগেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে থেকেই এই জুটিকে নিয়ে সর্বত্র চর্চা থাকত তুঙ্গে। তবে অতীতে ফিরলে আজও তাঁদের দোল সেলিব্রেশনের ছবি ভাইরাল হতে দেখা যায়।
1 / 7
হোলি সেলিব্রেশনে সামিল হতে দেখা যায় আট থেকে আশিকে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, রঙের উৎসবে রঙিন না হলে হয়? তাই একটা সময় গৌরী শাহরুখও থাকতেন না তালিকা থেকে বাদ।
2 / 7
শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যত পাওয়ার কপিল। যাঁদের নিয়ে সর্বত্রই চর্চা থাকে তুঙ্গে। পর্দায় শাহরুখ খান একাই একশো। আর পরিবার তাঁর গৌরী খানের হাতে।
3 / 7
একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছে যে গৌরী খানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ ঠিক কেমন। কেরিয়ার শুরু আগে থেকে গৌরী খানের সঙ্গে পরিচয় তাঁর।
4 / 7
নিজের পায়ে সেভাবে দাঁড়ানোর আগেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে থেকেই এই জুটিকে নিয়ে সর্বত্র চর্চা থাকত তুঙ্গে। তবে অতীতে ফিরলে আজও তাঁদের দোল সেলিব্রেশনের ছবি ভাইরাল হতে দেখা যায়।
5 / 7
পরিচালক সুভাষ ঘাইয়ের হোলি পার্টিতে এমনই রূপে ধরা দিয়েছিলেন তাঁরা। বহু সেলেবদের সঙ্গে নিমন্ত্রণ থাকত তাঁদের। তবে সেবার তাঁরা গোটা অনুষ্ঠান এক কথায় সামলেছিলেন।
6 / 7
সারাদিন মাতিয়ে রেখেছিলেন হোলি পার্টি। রঙ মেখে জমিয়ে নাচ। সকলের সঙ্গে হুল্লোরে মেতে ছিলেন গৌরী ও শাহরুখ। সেই সেলিব্রেশনের ছবি আজও ফিরে ফিরে আসতে দেখা যায়।
7 / 7
শাহরুখ খান ও গৌরী খানের দীর্ঘ সংসার জীবনে একাধিক মধুর স্মৃতি রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন তাঁরা অনেক কিছুই, তবে সাধারণের মনে জায়গাটা ধরে রেখেছেন আজও