Shah Rukh khan: ‘আমার স্ত্রী-সন্তানেরা সাপ’, এ কী বললেন শাহরুখ খান?

Bollywood Gossip: শাহরুখ খান কী সত্যি পরিবারের সকলকে নিয়ে ভীষণ শান্তিতে আছেন? একবার গৌরী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন শাহরুখ খান রাগী , অর্থাৎ তিনি যেন নিজেকে সামনে কথা বলেন, কথায় কথায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। আপ কি আদালত-এ এসে শাহরুখ খানকে এমনই প্রশ্নের মুখো মুখি হতে হয়েছিল।

| Edited By: | Updated on: Nov 13, 2023 | 8:00 PM
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালনা করছিলেন তাঁরা। সেখানেই কথা প্রসঙ্গ এই কথা টেনে আনেন শাহরুখ সলমন।

এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালনা করছিলেন তাঁরা। সেখানেই কথা প্রসঙ্গ এই কথা টেনে আনেন শাহরুখ সলমন।

1 / 8
দুই স্টার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন। করেছিলেনও তাই। বলিউড তখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

দুই স্টার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন। করেছিলেনও তাই। বলিউড তখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

2 / 8
শাহরুখ খান বলেন অনেকেই হয়তো জানতে চাইবেন, তাঁরা ঠিক কী কারণে দীর্ঘদিন ধরে আলাদা হয়ে গিয়েছিলেন, কিন্তু তাঁর উত্তর কারও জানা ছিল না।

শাহরুখ খান বলেন অনেকেই হয়তো জানতে চাইবেন, তাঁরা ঠিক কী কারণে দীর্ঘদিন ধরে আলাদা হয়ে গিয়েছিলেন, কিন্তু তাঁর উত্তর কারও জানা ছিল না।

3 / 8
তখন তিনি বলেছিলেন, এই মন্তব্য বোধহয় গৌরী নিজেকে নিয়েই করেছেন। কারণ আমি ওর উপর রাগ করি, কোন পুরুষ তাঁর স্ত্রীর উপর রাগ করেন না।

তখন তিনি বলেছিলেন, এই মন্তব্য বোধহয় গৌরী নিজেকে নিয়েই করেছেন। কারণ আমি ওর উপর রাগ করি, কোন পুরুষ তাঁর স্ত্রীর উপর রাগ করেন না।

4 / 8
এরপরই শাহরুখ খান বিস্ফোরক মন্তব্য করে বসেন, যেখানে তিনি বলেন আমার স্ত্রী আর বাচ্চারা সবাই অস্তিন কা সাপ হ্যায়। অর্থাৎ সাপ।

এরপরই শাহরুখ খান বিস্ফোরক মন্তব্য করে বসেন, যেখানে তিনি বলেন আমার স্ত্রী আর বাচ্চারা সবাই অস্তিন কা সাপ হ্যায়। অর্থাৎ সাপ।

5 / 8
তিনি তাঁর মন্তব্য বিস্তারিত জানাতে গিয়ে বলেন, আগে মিডিয়া এই সকল খবর খুঁজে খুঁজে বার করত, এখন ঘরের সবাই এসে বলতে শুরু করে দিয়েছে।

তিনি তাঁর মন্তব্য বিস্তারিত জানাতে গিয়ে বলেন, আগে মিডিয়া এই সকল খবর খুঁজে খুঁজে বার করত, এখন ঘরের সবাই এসে বলতে শুরু করে দিয়েছে।

6 / 8
শাহরুখ খানের এই মন্তব্য চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় রাতারাতি। যা নিয়ে একচা সময়ের পর ব্যপকহারে জলঘোলা হয়েছিল।

শাহরুখ খানের এই মন্তব্য চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় রাতারাতি। যা নিয়ে একচা সময়ের পর ব্যপকহারে জলঘোলা হয়েছিল।

7 / 8
তবে শাহরুখ খান মেয়েদের কীভাবে সম্মান দিয়ে থাকেন, তার প্রমাণ তো রয়েছেই, ফলে খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি কিং খানের জন্যে।

তবে শাহরুখ খান মেয়েদের কীভাবে সম্মান দিয়ে থাকেন, তার প্রমাণ তো রয়েছেই, ফলে খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি কিং খানের জন্যে।

8 / 8
Follow Us: