স্টারকিড বলে কথা, সাধারণ স্কুল নয়, সকলেই মুম্বই শহরের নাম করা স্কুলের ছাত্রছাত্রী। অধিকাংশ স্টারকিডই পড়ে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। জানেন মাস গেলে সেলেবদের মাইনে কত টাকার দিতে হয়?
আরাধ্যা বচ্চন- ধীরুভাই স্কুলে পড়ে ঐশ্বর্য ও অভিষেক কন্যা আরাধ্যা রাই বচ্চন। তার মাস পিছু মাইনে ২ লাখ ২০ হাটার টাকা।
আব্রাহম খান- ধীরুভাই আম্বানির স্কুলে পড়ে শাহরুখ খানের পুত্র। শাহরুখ খান ছেলের জন্য প্রতিমাসে ২ লাখ টাকা মাইনে দিয়ে থাকেন।
নাইসা দেবগণ- নাইসাও ধীরুভাই আম্বানির স্কুলে পড়েছেন। ক্লাস সেভেন পর্যন্ত তার মাইনে ছিল এক লাখ টাকা। পরবর্তী তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৪৮ হাজার টাকা। ক্লাস ১১ থেকে ১২-তে তিন লাখ টাকা মাসে দিতে হয়েছে।
তৈমুর আলি খান- তৈমুর আলি খানও ধীরু ভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুরে পড়ে। করিনা কাপুর খান প্রতি মাসে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয় করে থাকেন।
আরভ ও তারা- অক্ষয় কুমারের ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের মাসিক মাইনে ১ লাখ টাকা।
জেহ খান- করিনা কাপুর ও সইফ আলি খানের ছোট ছেলে এই একই স্কুলে পড়তে চলেছে।
এছা়ড়াও অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, খুশি কাপুর এমন কি শচীন তেন্ডুলকরের ছেলে মেয়েও এই একই স্কুলে পড়েছে।