Jawan Show Time: ইতিহাস গড়ল কলকাতা, ‘জওয়ান’ ছবির জন্য কাকভোরে খুলছে সিনেমাহলের দরজা?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 05, 2023 | 11:06 AM

Show Time: সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ভক্তদের উদ্দেশে মিরাজ প্রেক্ষাগৃহের তরফ থেকে লেখা হল, ''ঘুমের অপেক্ষা হতে পারে, শাহরুখের নয়।'' যদিও টিকিটের দাম খুব একটা বেশি রইল না।

1 / 8
শাহরুখ খানের ছবি 'জওয়ান' ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। তবে অতীতে যা হয়নি তা এবার কলকাতার বুকে ঘটে গেল। শাহরুখ খানের ছবি দেখতে রাত জাগবেন দর্শকেরা।

শাহরুখ খানের ছবি 'জওয়ান' ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। তবে অতীতে যা হয়নি তা এবার কলকাতার বুকে ঘটে গেল। শাহরুখ খানের ছবি দেখতে রাত জাগবেন দর্শকেরা।

2 / 8
সত্যি রাত জাগা। কারণ নিজের প্রথম শো যদি হয়ে থাকে ভোর ৫টায়, তবে কাকভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়া কিং খানের উদ্দেশে। শাহরুখ খানকে প্রথমদিন কেবল দেখাই নয়, বরং ঐতিহাসিক শোয়ের সাক্ষী থাকা।

সত্যি রাত জাগা। কারণ নিজের প্রথম শো যদি হয়ে থাকে ভোর ৫টায়, তবে কাকভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়া কিং খানের উদ্দেশে। শাহরুখ খানকে প্রথমদিন কেবল দেখাই নয়, বরং ঐতিহাসিক শোয়ের সাক্ষী থাকা।

3 / 8
ঐতিহাসিকই বটে। ভোর পাঁচটায় অতীতে কোনও ছবির শো টাইম নির্ধারিত হয়নি। তবে ব্যপক ছবির চাহিদার জন্যই নাকি এই ব্যবস্থা। দর্শদের চমকে দিতেই মিরাজ-এর এই উদ্যোগ।

ঐতিহাসিকই বটে। ভোর পাঁচটায় অতীতে কোনও ছবির শো টাইম নির্ধারিত হয়নি। তবে ব্যপক ছবির চাহিদার জন্যই নাকি এই ব্যবস্থা। দর্শদের চমকে দিতেই মিরাজ-এর এই উদ্যোগ।

4 / 8
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ভক্তদের উদ্দেশে মিরাজ লিখল, ঘুমের অপেক্ষা হতে পারে, শাহরুখের নয়। যদিও টিকিটের দাম খুব একটা বেশি রইল না।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ভক্তদের উদ্দেশে মিরাজ লিখল, ঘুমের অপেক্ষা হতে পারে, শাহরুখের নয়। যদিও টিকিটের দাম খুব একটা বেশি রইল না।

5 / 8
শাহরুখ খানের ছবি এই প্রেক্ষাগৃহে ৩৪০ টাকার টিকিট কেটেই দেখা যাবে, যদিও তা রিক্লাইনার নয়। মাঝের ও সামনের সিটের এই মূল্য।

শাহরুখ খানের ছবি এই প্রেক্ষাগৃহে ৩৪০ টাকার টিকিট কেটেই দেখা যাবে, যদিও তা রিক্লাইনার নয়। মাঝের ও সামনের সিটের এই মূল্য।

6 / 8
কলকাতা শাহরুখ খান ফ্যান ক্লাবগুলো থেকেও ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগয অধিকাংশেরই মুখে একটাই কথা, প্রথম দিন জওয়ান দেখা চাই।

কলকাতা শাহরুখ খান ফ্যান ক্লাবগুলো থেকেও ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগয অধিকাংশেরই মুখে একটাই কথা, প্রথম দিন জওয়ান দেখা চাই।

7 / 8
আর তাই মুঠো মুঠো টিকিট বিক্রি হয়ে যাচ্ছে পলকে। যদিও বেশ কিছু প্রেক্ষাগৃহে এখনও বৃহস্পতিবার ও শুক্রবারের টিকিট পাওয়া যাচ্ছে।

আর তাই মুঠো মুঠো টিকিট বিক্রি হয়ে যাচ্ছে পলকে। যদিও বেশ কিছু প্রেক্ষাগৃহে এখনও বৃহস্পতিবার ও শুক্রবারের টিকিট পাওয়া যাচ্ছে।

8 / 8
তবে সাউথসিটি আইনক্সে সমীকরণটা খানিকটা ভিন্ন। সেখানে ইতিমধ্যেই প্রেক্ষাগৃহ ভর্তি হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকটি টিকিট পরে আছে মাত্র।

তবে সাউথসিটি আইনক্সে সমীকরণটা খানিকটা ভিন্ন। সেখানে ইতিমধ্যেই প্রেক্ষাগৃহ ভর্তি হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকটি টিকিট পরে আছে মাত্র।

Next Photo Gallery