Bolly Gossip: চোখের সামনেই ফারদিনের সঙ্গে ঘনিষ্ঠ করিনা, সহ্য হয়নি শাহিদের! তারপর…

Bolly Gossip: একটা দীর্ঘ সময় ধরে শাহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন করিনা কাপুর এক বিতর্কিত ভিডিয়ো ভাইরাল হয়েছিল তাঁদের। তবে সে প্রেম টেকেনি। বিচ্ছেদ হয়ে যায় শাহিদ ও করিনার।

| Edited By: | Updated on: Oct 02, 2023 | 9:00 AM
একটা দীর্ঘ সময় ধরে শাহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন করিনা কাপুর এক বিতর্কিত ভিডিয়ো ভাইরাল হয়েছিল তাঁদের। তবে সে প্রেম টেকেনি। বিচ্ছেদ হয়ে যায় শাহিদ ও করিনার।

একটা দীর্ঘ সময় ধরে শাহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন করিনা কাপুর এক বিতর্কিত ভিডিয়ো ভাইরাল হয়েছিল তাঁদের। তবে সে প্রেম টেকেনি। বিচ্ছেদ হয়ে যায় শাহিদ ও করিনার।

1 / 9
 তবে জানেন কি একবার সন্দেহের বশে এই করিনাকে নিয়েই সহ অভিনেতা ফারদিন খানের সঙ্গে হাতাহাতিতে পৌঁছেছিলেন শাহিদ কাপুর! হয়ে উঠেছিলেন সত্যিকারের 'কবীর সিং'।

তবে জানেন কি একবার সন্দেহের বশে এই করিনাকে নিয়েই সহ অভিনেতা ফারদিন খানের সঙ্গে হাতাহাতিতে পৌঁছেছিলেন শাহিদ কাপুর! হয়ে উঠেছিলেন সত্যিকারের 'কবীর সিং'।

2 / 9
শোনা যায় 'ফিদা' ছবির শুটিংয়ের সময় ঘটে যায় সেই ঘটনা। ওই ছবিতে ফারদিন খানের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য ছিল করিনা কাপুরের। ছবিতে অভিনয় করছিলেন শাহিদও।

শোনা যায় 'ফিদা' ছবির শুটিংয়ের সময় ঘটে যায় সেই ঘটনা। ওই ছবিতে ফারদিন খানের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য ছিল করিনা কাপুরের। ছবিতে অভিনয় করছিলেন শাহিদও।

3 / 9
 চোখের সামনে প্রেমিকা অন্য কারও সঙ্গে রোমান্স করবেন এ কিছুতেই মেনে নিতে পারেননি শাহিদ। আর এই কারণেই নাকি ফারদিন খানের সঙ্গে বচসায় জড়ান তিনি।

চোখের সামনে প্রেমিকা অন্য কারও সঙ্গে রোমান্স করবেন এ কিছুতেই মেনে নিতে পারেননি শাহিদ। আর এই কারণেই নাকি ফারদিন খানের সঙ্গে বচসায় জড়ান তিনি।

4 / 9
ঘটনাটি এমনই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় যে ফারদিনের কলার পর্যন্ত ধরেন শাহিদ শোনা যায় এমনটাই। ফারদিনও পাল্টা জবাব দেন। সব মিলিয়ে শুটিং সেটেই অস্বস্তিকর হয়ে ওঠে পরিস্থিতি।

ঘটনাটি এমনই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় যে ফারদিনের কলার পর্যন্ত ধরেন শাহিদ শোনা যায় এমনটাই। ফারদিনও পাল্টা জবাব দেন। সব মিলিয়ে শুটিং সেটেই অস্বস্তিকর হয়ে ওঠে পরিস্থিতি।

5 / 9
 পরবর্তীকালে যদিও শাহিদ এ নিয়ে মুখ খোলেননি। তবে মুখ খুলেছিলেন ফারদিন নিজেই।  জানিয়েছিলেন ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে সত্যিই শাহিদের সমস্যা হয়েছিল। তবে কী নিয়ে সমস্যা তা যদিও বিস্তারিত বলেননি ফারদিন। এমনকি মুখ খুলতে দেখা যায়নি করিনা কাপুর খানকেও।

পরবর্তীকালে যদিও শাহিদ এ নিয়ে মুখ খোলেননি। তবে মুখ খুলেছিলেন ফারদিন নিজেই। জানিয়েছিলেন ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে সত্যিই শাহিদের সমস্যা হয়েছিল। তবে কী নিয়ে সমস্যা তা যদিও বিস্তারিত বলেননি ফারদিন। এমনকি মুখ খুলতে দেখা যায়নি করিনা কাপুর খানকেও।

6 / 9
যদিও সে অনেক আগের কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে ফারদিন, করিনা এবং শাহিদ--  এই তিনজনই ঘোরতর সংসারী। করিনা ও শাহিদের ব্রেকআপ হয়ে গিয়েছে কবেই।  শাহিদের সঙ্গে বিচ্ছেদের পর করিনা প্রেমে পড়েন সইফ আলি খানের।

যদিও সে অনেক আগের কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে ফারদিন, করিনা এবং শাহিদ-- এই তিনজনই ঘোরতর সংসারী। করিনা ও শাহিদের ব্রেকআপ হয়ে গিয়েছে কবেই। শাহিদের সঙ্গে বিচ্ছেদের পর করিনা প্রেমে পড়েন সইফ আলি খানের।

7 / 9
  ওদিকে বাবা-মায়ের ঠিক করে দেওয়া পাত্রি মীরা রাজপুতকে বিয়ে করে বর্তমানে বেজায় খুশি শাহিদ কাপুর। তবে বলিউডের অন্তরে কত কী যে ঘটে!

ওদিকে বাবা-মায়ের ঠিক করে দেওয়া পাত্রি মীরা রাজপুতকে বিয়ে করে বর্তমানে বেজায় খুশি শাহিদ কাপুর। তবে বলিউডের অন্তরে কত কী যে ঘটে!

8 / 9
 কেঁচো খুঁড়তে গিয়ে মাঝেমধ্যেই সেখান থেকে বেরিয়ে পড়ে কেউটে। বেরিয়ে পড়ে এমন সব অজানা তথ্য যা আপনি আগে কোনওদিন শোনেননি।

কেঁচো খুঁড়তে গিয়ে মাঝেমধ্যেই সেখান থেকে বেরিয়ে পড়ে কেউটে। বেরিয়ে পড়ে এমন সব অজানা তথ্য যা আপনি আগে কোনওদিন শোনেননি।

9 / 9
Follow Us: