AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Gossip: রবিবার দুপুরে কার বাড়িতে জমিয়ে খাওয়াদাওয়া রাজ-শুভশ্রী-কোয়েলদের?

Tolly Gossip: রবিবার দুপুর মানেই মাংস ভাত। ভাববেন না তা শুধু 'আমআদমি'র বাড়িতেই হয়, সেলেবদের জীবনটাও কিন্তু অনেকটা একই। হ্যাঁ, ডায়েট মেনে তাঁরা হয়তো খান না মাংস-ভাত, ডায়েটে থাকে রকমারি খবর। কিন্তু সেলিব্রেশনে কমতি নেই।

| Edited By: | Updated on: Oct 08, 2023 | 5:15 PM
রবিবার দুপুর মানেই মাংস ভাত। ভাববেন না তা শুধু 'আমআদমি'র বাড়িতেই হয়, সেলেবদের জীবনটাও কিন্তু অনেকটা একই। হ্যাঁ, ডায়েট মেনে তাঁরা হয়তো খান না মাংস-ভাত, ডায়েটে থাকে রকমারি খবর। কিন্তু সেলিব্রেশনে কমতি নেই।

রবিবার দুপুর মানেই মাংস ভাত। ভাববেন না তা শুধু 'আমআদমি'র বাড়িতেই হয়, সেলেবদের জীবনটাও কিন্তু অনেকটা একই। হ্যাঁ, ডায়েট মেনে তাঁরা হয়তো খান না মাংস-ভাত, ডায়েটে থাকে রকমারি খবর। কিন্তু সেলিব্রেশনে কমতি নেই।

1 / 8
এরকমই এক রবিবার দুপুরে টলিউডি আড্ডা বসল এক সাতমহলায় আবাসনে। টলিউডের এক নামজাদা পরিচালকের বাড়িতে হাজির হলেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোয়েল মল্লিকেরা।

এরকমই এক রবিবার দুপুরে টলিউডি আড্ডা বসল এক সাতমহলায় আবাসনে। টলিউডের এক নামজাদা পরিচালকের বাড়িতে হাজির হলেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোয়েল মল্লিকেরা।

2 / 8
রাজ-শুভশ্রী

রাজ-শুভশ্রী

3 / 8
তিনি আর কেউ নন, পরিচালক অরিন্দম শীল। তিনি ও তাঁর স্ত্রী শুক্লা দাসের আমন্ত্রণে হাজির হয়েছিলেন সকলেই। নীল রঙা হল্টার টপ পরে ছবি দিয়েছেন তিনি।

তিনি আর কেউ নন, পরিচালক অরিন্দম শীল। তিনি ও তাঁর স্ত্রী শুক্লা দাসের আমন্ত্রণে হাজির হয়েছিলেন সকলেই। নীল রঙা হল্টার টপ পরে ছবি দিয়েছেন তিনি।

4 / 8
মা হলেন শুভশ্রী।

মা হলেন শুভশ্রী।

5 / 8
 কিছু দিন আগেই শুভশ্রীর সাধের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। পাশে ছিলেন রাজ। কিছু দিন আগে কর্মসূত্রে মুম্বই গিয়েছিলেন পরিচালক। কিন্তু ফিরে এসেই আবার তিনি 'শুভশ্রীর টিমে, শুভশ্রীর পাশে'।

কিছু দিন আগেই শুভশ্রীর সাধের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। পাশে ছিলেন রাজ। কিছু দিন আগে কর্মসূত্রে মুম্বই গিয়েছিলেন পরিচালক। কিন্তু ফিরে এসেই আবার তিনি 'শুভশ্রীর টিমে, শুভশ্রীর পাশে'।

6 / 8
রটনা আছে বাঙালি নাকি 'কাঁকড়ার জাত'। তবে রবিবারের 'ব্রাঞ্চ পার্টি' যেন বদলে দিয়েছেন সেই ধারণাকেই। তারকার মেলা বসেছে আর এক তারকার বাড়িতে।

রটনা আছে বাঙালি নাকি 'কাঁকড়ার জাত'। তবে রবিবারের 'ব্রাঞ্চ পার্টি' যেন বদলে দিয়েছেন সেই ধারণাকেই। তারকার মেলা বসেছে আর এক তারকার বাড়িতে।

7 / 8
 তবে এই প্রথম বার নয়, মাঝেমধ্যেই পরিচালকের বাড়িতে বসে এই আড্ডা। সেই ছবি ভাগ করে নেওয়া হয় সামাজিক মাধ্যমের পাতায়। যারা বাদ পড়েন তাঁদের মনে কি সঞ্চার হয় ক্ষোভ? টিপ্পনি সাধারণ দর্শকদের। উত্তর লুকিয়ে আয়োজকের কাছে ।

তবে এই প্রথম বার নয়, মাঝেমধ্যেই পরিচালকের বাড়িতে বসে এই আড্ডা। সেই ছবি ভাগ করে নেওয়া হয় সামাজিক মাধ্যমের পাতায়। যারা বাদ পড়েন তাঁদের মনে কি সঞ্চার হয় ক্ষোভ? টিপ্পনি সাধারণ দর্শকদের। উত্তর লুকিয়ে আয়োজকের কাছে ।

8 / 8
Follow Us: