বয়স ১০০ পেরিয়ে ১০৮। তবে এখনও স্বমহিমায় চালিয়ে যাচ্ছেন প্রিয়তম কাজ। এখনও রোজ চার থেকে পাঁচ ঘণ্টা পিয়ানো বাজান ফ্রান্সের পিয়ানো বাদক কোলেট মেজ। সৌজন্যে: গেটি ইমেজেস
সোশ্য়াল মিডিয়ায় বিখ্য়াত ১০৮ বছরের মেজ। তাঁর পিয়ানো বাজানোর বিভিন্ন ভিডিয়ো মাঝেমধ্য়েই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে: গেটি ইমেজেস
তাঁর বয়স সবাইকে অবাক করে দিলেও তিনি এখনও ফিট অ্যান্ড ফাইন। ২০২৩-এই মুক্তি পেতে চলেছে তাঁর সপ্তম অ্যালবাম। সৌজন্যে: গেটি ইমেজেস
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সে কথা। অ্যালবামের নাম রাখা হবে '108 Years of Piano।' সৌজন্যে: গেটি ইমেজেস
এই খবর প্রকাশ্যে আসার পরই সংবাদসংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেজ জানান এখনও নিয়মিত চার থেকে পাঁচ ঘণ্টা পিয়ানো বাজান তিনি। সৌজন্যে: গেটি ইমেজেস
মেজের কথায় পিয়ানোই তাঁর জীবন। এটিই তাঁর বন্ধু। পিয়ানোর শব্দ শুনতে-শুনতেই দিন কাটাতে চান মেজ। অন্তরে অনুভবও করতে চান শুধু যেন পিয়ানোকেই। সৌজন্যে: গেটি ইমেজেস
বয়স তো সংখ্যা মাত্র। তাই বয়সের পরোয়া তিনি করেন না। পিয়ানো নিয়েই বাঁচতে চান তিনি। ফেসবুকের সূত্রে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি পিয়ানো শিক্ষক হিসেবেও কাজ করেছেন। শুনলে অবাক হবেন তখন তাঁর বয়স ১০০ পেরিয়েছে। সৌজন্যে: গেটি ইমেজেস
তাঁর এক-একটি পিয়ানো বাজানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়। তাঁর এই প্রতিভাকে কুর্ণিশ জানান নেটিজেনদের একাংশ। তাঁর পিয়ানোর সুরে মেতে থাকতে চান তাঁরা। সৌজন্যে: গেটি ইমেজেস