‘আমি ফ্লপ মানেই গৌরীর চাপ’, বড় ক্ষতির কথা জানালেন শাহরুখ

Mar 18, 2024 | 9:30 AM

Shah Rukh Khan: একের পর এক ছবি যখন শাহরুখ খানের ফ্লপ হচ্ছে,ঠিক সেই সময়ই বড় ধাক্কার মুখে গৌরী খান। নিজেই মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান বলেছিলেন, গৌরীর সমস্যার কথা। জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়ে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বহুদিন পর পুরস্কার পাচ্ছেন।

1 / 8
শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যের সঙ্গে দীর্ঘদিন সংসার করছেন চুটিয়ে। তবে সম্পর্কের সমীকরণ এখানেই শেষ নয়, শাহরুখের একাধিক ছবির প্রযোজকও গৌরী বটে।

শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যের সঙ্গে দীর্ঘদিন সংসার করছেন চুটিয়ে। তবে সম্পর্কের সমীকরণ এখানেই শেষ নয়, শাহরুখের একাধিক ছবির প্রযোজকও গৌরী বটে।

2 / 8
একের পর এক ছবি যখন শাহরুখ খানের ফ্লপ হচ্ছে,ঠিক সেই সময়ই বড় ধাক্কার মুখে গৌরী খান। নিজেই মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান বলেছিলেন, গৌরীর সমস্যার কথা।

একের পর এক ছবি যখন শাহরুখ খানের ফ্লপ হচ্ছে,ঠিক সেই সময়ই বড় ধাক্কার মুখে গৌরী খান। নিজেই মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান বলেছিলেন, গৌরীর সমস্যার কথা।

3 / 8
জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়ে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বহুদিন পর পুরস্কার পাচ্ছেন। আর তাঁর ছবি চলা মানেই গৌরী খানের উন্নতি, আর না চললেন সেই ধাক্কা সামলাতে হয় তাঁকেই।

জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়ে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বহুদিন পর পুরস্কার পাচ্ছেন। আর তাঁর ছবি চলা মানেই গৌরী খানের উন্নতি, আর না চললেন সেই ধাক্কা সামলাতে হয় তাঁকেই।

4 / 8
শাহরুখ খান শত শত মানুষের কাছে অনুপ্রেরণা। পরিবারকে যেভাবে আগলে রেখেছেন তিনি, তিন সন্তানদের যেভাবে মানুষ করেছেন, স্ত্রী গৌরী খানকে যতটা মর্যাদা দিয়েছেন, তা বারবার সকলের নজর কেড়েছে।

শাহরুখ খান শত শত মানুষের কাছে অনুপ্রেরণা। পরিবারকে যেভাবে আগলে রেখেছেন তিনি, তিন সন্তানদের যেভাবে মানুষ করেছেন, স্ত্রী গৌরী খানকে যতটা মর্যাদা দিয়েছেন, তা বারবার সকলের নজর কেড়েছে।

5 / 8
তিনি কেবল স্ত্রী গৌরী খানকেই নন, যে কোনও মহিলাকেই যথাযত সম্মান দিয়ে থাকেন। যদিও তাঁকে কটাক্ষ স্পর্শ করেনি এমনটা নয়। সন্তানদের নিয়ে যেভাবে তিনি প্রতিটা পদে পদে সচেতন থাকেন, তা আদর্শ বাবারই কাজ।

তিনি কেবল স্ত্রী গৌরী খানকেই নন, যে কোনও মহিলাকেই যথাযত সম্মান দিয়ে থাকেন। যদিও তাঁকে কটাক্ষ স্পর্শ করেনি এমনটা নয়। সন্তানদের নিয়ে যেভাবে তিনি প্রতিটা পদে পদে সচেতন থাকেন, তা আদর্শ বাবারই কাজ।

6 / 8
বিশেষ করে তা স্পষ্ট হয়ে যায়, একাধিকবার যখন শাহরুখ খানের কাছে তাঁর সন্তানদের ডেবিউ নিয়ে আর্জি পৌঁছিয়েছেন, ততবারই তিনি তা ফিরিয়েছেন লেখাপড়ার জন্যে। সঠিক সময়ের অপেক্ষা করতে পছন্দ করেন কিং খান। তিনি সুপারস্টার, সেই নামে সন্তানদের সকলে চিনুক তিনি চাননি।

বিশেষ করে তা স্পষ্ট হয়ে যায়, একাধিকবার যখন শাহরুখ খানের কাছে তাঁর সন্তানদের ডেবিউ নিয়ে আর্জি পৌঁছিয়েছেন, ততবারই তিনি তা ফিরিয়েছেন লেখাপড়ার জন্যে। সঠিক সময়ের অপেক্ষা করতে পছন্দ করেন কিং খান। তিনি সুপারস্টার, সেই নামে সন্তানদের সকলে চিনুক তিনি চাননি।

7 / 8
প্রয়োজনে নিজেকে গুঁটিয়ে নিতেও দেখা গিয়েছে তাঁকে। আরিয়ান খান যখন মাদক কাণ্ডে আটক হয়ে ছিলেন, নিজেকে সম্পূর্ণ লাইমলাইট থেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান।

প্রয়োজনে নিজেকে গুঁটিয়ে নিতেও দেখা গিয়েছে তাঁকে। আরিয়ান খান যখন মাদক কাণ্ডে আটক হয়ে ছিলেন, নিজেকে সম্পূর্ণ লাইমলাইট থেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান।

8 / 8
টানা ছয় মাসের চেষ্টায় তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তাঁর সন্তান নির্দোষ। শাহরুখ খানের ছবি জওয়ান-এর তাই একটা সংলাপ রাতারাতি ভাইরাল হতে দেখা যায়, ‘বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর।’

টানা ছয় মাসের চেষ্টায় তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তাঁর সন্তান নির্দোষ। শাহরুখ খানের ছবি জওয়ান-এর তাই একটা সংলাপ রাতারাতি ভাইরাল হতে দেখা যায়, ‘বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর।’

Next Photo Gallery