AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনয় থেকে কি রাজনীতির ময়দানে জিৎ? অকপটে সত্যি স্বীকার করে নেন জিৎ

Jeet In Polities: আগামী ছবি বুমেরাং নিয়ে তিনি এখন ব্যস্ত। ছবির মুক্তি পিছিয়েছে অনেকটাই। যদিও হাতে আর একমাস। জিৎ-রুক্মিনীর জুটি পর্দায় কতটা ঝড় তুলতে পারে তা দেখার অপেক্ষায় দর্শকেরা। আর রাজনীতির?

| Edited By: | Updated on: May 06, 2024 | 4:30 PM
Share
বর্তমানে সিনেপাড়ার একাধিক স্টার রাজনীতির সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে। সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখা যায় প্রথম সারির একাধিক অভিনেতা অভিনেত্রীকে। সমালোচনা এড়িয়ে দুই দিকই সমানভাবে চালিয়ে যাচ্ছেন এমন নমুনাও কম নেই।

বর্তমানে সিনেপাড়ার একাধিক স্টার রাজনীতির সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে। সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখা যায় প্রথম সারির একাধিক অভিনেতা অভিনেত্রীকে। সমালোচনা এড়িয়ে দুই দিকই সমানভাবে চালিয়ে যাচ্ছেন এমন নমুনাও কম নেই।

1 / 8
তবে এ সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে সিনে জগতে এক আলাদা জায়গা দখল করে বসে রয়েছেন অভিনেতা জিৎ। কীভাবে সম্ভব? রাজনীতির প্রস্তাব কি তাঁর কাছে যায়নি, গেলেও কীভাবে তিনি নিজেকে এই বিষয়টা থেকে সরিয়ে রাখলেন।

তবে এ সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে সিনে জগতে এক আলাদা জায়গা দখল করে বসে রয়েছেন অভিনেতা জিৎ। কীভাবে সম্ভব? রাজনীতির প্রস্তাব কি তাঁর কাছে যায়নি, গেলেও কীভাবে তিনি নিজেকে এই বিষয়টা থেকে সরিয়ে রাখলেন।

2 / 8
টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জিৎ জানিয়েছিলেন, রাজনীতিটা তিনি বোঝেন না। আর যে জিনিস তিনি বোঝেন না, সেখানে তিনি পা রাখেন না।

টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জিৎ জানিয়েছিলেন, রাজনীতিটা তিনি বোঝেন না। আর যে জিনিস তিনি বোঝেন না, সেখানে তিনি পা রাখেন না।

3 / 8
কমার্শিয়াল ছবি জিতের ক্ষেত্রে বৈশিষ্ট্য। সেটাই করে যেতে চান তিনি। দর্শকদের ভাল ভাল ছবি উপহার দিতে চান জিৎ। তাই বছরের পর বছর সেই কাজটাই মন দিয়ে করে চলেছেন জিৎ।

কমার্শিয়াল ছবি জিতের ক্ষেত্রে বৈশিষ্ট্য। সেটাই করে যেতে চান তিনি। দর্শকদের ভাল ভাল ছবি উপহার দিতে চান জিৎ। তাই বছরের পর বছর সেই কাজটাই মন দিয়ে করে চলেছেন জিৎ।

4 / 8
এর বাইরে কোনও বিষয় নিয়ে তিনি চর্চা করেন না বলেই অনেকের মনে অনেক প্রশ্ন থেকে যায়। কীভাবে নিজেকে শত বিতর্ক থেকে সরিয়ে রেখেছেন জিৎ, তা জানতে মরিয়া বহু ভক্ত।

এর বাইরে কোনও বিষয় নিয়ে তিনি চর্চা করেন না বলেই অনেকের মনে অনেক প্রশ্ন থেকে যায়। কীভাবে নিজেকে শত বিতর্ক থেকে সরিয়ে রেখেছেন জিৎ, তা জানতে মরিয়া বহু ভক্ত।

5 / 8
যদিও এ প্রশ্নের উত্তরে জিৎ স্পষ্ট জবাব দিলেন। কোনওভাবে এড়িয়ে না গিয়ে মন খুলে বললেন, ‘যে কাজটা পারি না সে কাজটা করার চেষ্টাও করি না। কাল যদি আমায় বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে, আমি নিশ্চয়ই পারবো না।’ একের পর এক ছবি এখন জিতের পাইপ লাইনে।

যদিও এ প্রশ্নের উত্তরে জিৎ স্পষ্ট জবাব দিলেন। কোনওভাবে এড়িয়ে না গিয়ে মন খুলে বললেন, ‘যে কাজটা পারি না সে কাজটা করার চেষ্টাও করি না। কাল যদি আমায় বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে, আমি নিশ্চয়ই পারবো না।’ একের পর এক ছবি এখন জিতের পাইপ লাইনে।

6 / 8
ছবিকে দর্শকদের কাছে মনোরঞ্জনের বিষয় করে তোলাটাই তাঁর লক্ষ্য। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক কমার্শিয়াল হিট দিয়েছেন তিনি।

ছবিকে দর্শকদের কাছে মনোরঞ্জনের বিষয় করে তোলাটাই তাঁর লক্ষ্য। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক কমার্শিয়াল হিট দিয়েছেন তিনি।

7 / 8
সেই ছন্দ ভেঙে একটা দুটো ছবি করলেও মূল ধারা থেকে সরে অন্য স্বাদের ছবি করায় বিন্দুমাত্র উৎসাহী নন তিনি। উল্টে বাংলা ছবিকে প্যান ইন্ডিয়ায় ছড়িয়ে দেওয়াই এখন তাঁর লক্ষ্য।

সেই ছন্দ ভেঙে একটা দুটো ছবি করলেও মূল ধারা থেকে সরে অন্য স্বাদের ছবি করায় বিন্দুমাত্র উৎসাহী নন তিনি। উল্টে বাংলা ছবিকে প্যান ইন্ডিয়ায় ছড়িয়ে দেওয়াই এখন তাঁর লক্ষ্য।

8 / 8