এক গোলেই নায়ক এনজো ফার্নান্ডেজ। রাতারাতি তাঁকে নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলে হার আর্জেন্টিনার। একটা হারেই গেল গেল রব উঠেছিল। (ছবি: টুইটার)
দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন। মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধ গোলশূন্যই ছিল। দ্বিতীয়ার্ধে লিও মেসির অনবদ্য গোল। পরিবর্ত হিসেবে নেমেছিলেন এক তরুণ ফুটবলার। কর্নার থেকে তৈরি হওয়া একটা মুভ। মেসির ছোট্ট পাস, ওচোয়ার ধরাছোঁয়ার বাইরে বল, গোল। ২১ বছরের এই মিডফিল্ডার, আর্জেন্টিনার নতুন নায়ক। (ছবি: ইন্সটাগ্রাম)
ক্লাব ফুটবলে খেলেন বেনফিকায়। জাতীয় দলের জার্সিতে প্রথম বার বিশ্বকাপে খেলার সুযোগ। কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে গোলের জুটি গড়ে রাতারাতি আর্জেন্টিনা সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন এনজো। (ছবি: ইন্সটাগ্রাম)
২০০৬ সালে বিশ্বকাপে লিও মেসির পর, বিশ্বকাপে আর্জেন্টিনার কনিষ্ঠতম গোল স্কোরার এনজো। তাঁর অনবদ্য পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। আর্জেন্টিনার এই নতুন নায়কের নায়িকা কে? (ছবি: ইন্সটাগ্রাম)
২১ বছরের এনজোর সঙ্গী কে চেনেন? তিনি হলেন ভ্যালেন্তিনা কার্ভান্তেস। এনজোর থেকে বয়সে এক বছরের বড়। ২০১৯ থেকে সম্পর্কে রয়েছেন। তাঁদের মিষ্টি মধুর সম্পর্ক দেখে অনেকেই মনে করেন তাঁরা হয়তো চুপিচুপি বিয়েটা সেরে ফেলেছেন। এক ফুটফুটে পরীও রয়েছে তাঁদের জীবনে। তার নাম অলিভিয়া। (ছবি: ইন্সটাগ্রাম)