Enzo Fernández: এক গোলেই নায়ক, এনজোর ‘নায়িকাকে’ চেনেন?
এক গোলেই নায়ক এনজো ফার্নান্ডেজ। রাতারাতি তাঁকে নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলে হার আর্জেন্টিনার। একটা হারেই গেল গেল রব উঠেছিল। দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন। মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধ গোলশূন্যই ছিল। দ্বিতীয়ার্ধে লিও মেসির অনবদ্য গোল। পরিবর্ত হিসেবে নেমেছিলেন এক তরুণ ফুটবলার। কর্নার থেকে তৈরি হওয়া একটা মুভ। মেসির ছোট্ট পাস, ওচোয়ার ধরাছোঁয়ার বাইরে বল, গোল। আর্জেন্টিনার এই নতুন নায়কের নায়িকা কে?