Derby: ডার্বির আগে টিকিটের জন্য বিক্ষোভ মোহনবাগানে, দুই ছবি দুই প্রধানে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 26, 2022 | 5:40 PM

Mohun Bagan vs East Bengal: রবিবার ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছে ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বির টিকিট ঘিরে বিক্ষোভ মোহনবাগান ক্লাবের সামনে। রণং দেহি মেজাজে টিকিটের জন্য স্লোগান তুলতে থাকে সবুজ-মেরুন সমর্থকরা। অন্যদিকে কলকাতার দ্বিতীয় প্রধান ইস্টবেঙ্গলে দেখা গেল অন্য ছবি। লাইন দিয়ে ডার্বির টিকিট নিলেন লাল-হলুদ সমর্থকরা।

1 / 5
রবিবার ডুরান্ড কাপে (Durand Cup) মুখোমুখি হতে চলেছে ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। ডার্বির (Derby) টিকিট ঘিরে বিক্ষোভ মোহনবাগান ক্লাবের সামনে। রণং দেহি মেজাজে টিকিটের জন্য স্লোগান তুলতে থাকে সবুজ-মেরুন সমর্থকরা। অন্যদিকে কলকাতার দ্বিতীয় প্রধান ইস্টবেঙ্গলে দেখা গেল অন্য ছবি। লাইন দিয়ে ডার্বির টিকিট নিলেন লাল-হলুদ সমর্থকরা।

রবিবার ডুরান্ড কাপে (Durand Cup) মুখোমুখি হতে চলেছে ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। ডার্বির (Derby) টিকিট ঘিরে বিক্ষোভ মোহনবাগান ক্লাবের সামনে। রণং দেহি মেজাজে টিকিটের জন্য স্লোগান তুলতে থাকে সবুজ-মেরুন সমর্থকরা। অন্যদিকে কলকাতার দ্বিতীয় প্রধান ইস্টবেঙ্গলে দেখা গেল অন্য ছবি। লাইন দিয়ে ডার্বির টিকিট নিলেন লাল-হলুদ সমর্থকরা।

2 / 5
ডার্বি মানেই একটা আলাদা উত্তেজনা। ইস্ট-মোহন লড়াই দেখার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসেন দুই দলের সমর্থকরা। যার ফলে স্বাভাবিকভাবেই টিকিট নিয়ে একপ্রকার কাড়াকাড়ি চলে। আজও ভোরবেলা থেকে মোহনবাগান ক্লাবের সামনে টিকিটের জন্য জড়ো হয়েছিলেন বাগান সমর্থকরা।

ডার্বি মানেই একটা আলাদা উত্তেজনা। ইস্ট-মোহন লড়াই দেখার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসেন দুই দলের সমর্থকরা। যার ফলে স্বাভাবিকভাবেই টিকিট নিয়ে একপ্রকার কাড়াকাড়ি চলে। আজও ভোরবেলা থেকে মোহনবাগান ক্লাবের সামনে টিকিটের জন্য জড়ো হয়েছিলেন বাগান সমর্থকরা।

3 / 5
সুপার সানডের বড় ম্যাচের টিকিটের জন্য, মোহনবাগান ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন একাধিক সবুজ-মেরুন সমর্থক। কিন্তু টিকিট না পাওয়ায় বিশৃঙ্খলা ছড়াতে থাকে। টিকিট চাই, টিকিট চাই... স্লোগানে মুখরিত ছিল মোহনবাগানের সমর্থকরা।

সুপার সানডের বড় ম্যাচের টিকিটের জন্য, মোহনবাগান ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন একাধিক সবুজ-মেরুন সমর্থক। কিন্তু টিকিট না পাওয়ায় বিশৃঙ্খলা ছড়াতে থাকে। টিকিট চাই, টিকিট চাই... স্লোগানে মুখরিত ছিল মোহনবাগানের সমর্থকরা।

4 / 5
'ডার্বির টিকিট চাই' বলে যখন মোহনবাগান ক্লাব রণক্ষেত্র, সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘোড়সওয়ার পুলিশকেও হস্তক্ষেপ করতে দেখা যায়। পথ অবরোধও করে রাখেন বাগান সমর্থকরা। উত্তপ্ত বাগান সমর্থকদের শান্ত করতে ঘোড়সওয়ার পুলিশকে লাঠি চার্জও করতে হয়।

'ডার্বির টিকিট চাই' বলে যখন মোহনবাগান ক্লাব রণক্ষেত্র, সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘোড়সওয়ার পুলিশকেও হস্তক্ষেপ করতে দেখা যায়। পথ অবরোধও করে রাখেন বাগান সমর্থকরা। উত্তপ্ত বাগান সমর্থকদের শান্ত করতে ঘোড়সওয়ার পুলিশকে লাঠি চার্জও করতে হয়।

5 / 5
মোহনবাগান ক্লাবে যখন টিকিটের জন্য সমর্থকদের বিক্ষোভ চলছে, ইস্টবেঙ্গলে তখন শান্ত পরিবেশ। লাইন দিয়ে, শৃঙ্খলাবদ্ধভাবে টিকিট নিতে দেখা গেল লাল-হলুদ সমর্থকদের।

মোহনবাগান ক্লাবে যখন টিকিটের জন্য সমর্থকদের বিক্ষোভ চলছে, ইস্টবেঙ্গলে তখন শান্ত পরিবেশ। লাইন দিয়ে, শৃঙ্খলাবদ্ধভাবে টিকিট নিতে দেখা গেল লাল-হলুদ সমর্থকদের।

Next Photo Gallery