FC Barcelona: বুস্কেতসের মাইলফলকের ম্যাচে জিতল বার্সেলোনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 23, 2023 | 12:00 PM

FC Barcelona-Getafe: সের্জিও বুস্কেতসের মাইলফলকের ম্যাচ। বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেলেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার সের্গিও বুস্কেতস। তাঁর মাইলফলকের ম্যাচে গেতাফেকে ১-০ গোলে হারাল বার্সেলোনা।

1 / 8
সের্জিও বুস্কেতসের মাইলফলকের ম্যাচ। বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেলেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার সের্গিও বুস্কেতস। (ছবি : টুইটার)

সের্জিও বুস্কেতসের মাইলফলকের ম্যাচ। বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেলেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার সের্গিও বুস্কেতস। (ছবি : টুইটার)

2 / 8
বুস্কেতসের মাইলফলকের ম্যাচে ঘরের মাঠে গেতাফেকে ১-০ গোলে হারাল বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোল পেদ্রির। (ছবি : টুইটার)

বুস্কেতসের মাইলফলকের ম্যাচে ঘরের মাঠে গেতাফেকে ১-০ গোলে হারাল বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোল পেদ্রির। (ছবি : টুইটার)

3 / 8
ম্যাচ শুরুর আগে সের্গিও বুস্কেতসকে ক্লাবের তরফে ৭০০ লেখা বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। এই মুহূর্ত স্মরণীয় হয়ে থাকল ক্লাব এবং বুস্কেতসের। (ছবি : টুইটার)

ম্যাচ শুরুর আগে সের্গিও বুস্কেতসকে ক্লাবের তরফে ৭০০ লেখা বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। এই মুহূর্ত স্মরণীয় হয়ে থাকল ক্লাব এবং বুস্কেতসের। (ছবি : টুইটার)

4 / 8
বার্সেলোনার ঘরের মাঠে গেতাফের বিরুদ্ধে ম্যাচে দর্শক উপস্থিতি ছিল ৭৯, ৮১৪। লা লিগার ম্যাচে সমর্থকদেরও হতাশ করেনি বার্সেলোনা। (ছবি : টুইটার)

বার্সেলোনার ঘরের মাঠে গেতাফের বিরুদ্ধে ম্যাচে দর্শক উপস্থিতি ছিল ৭৯, ৮১৪। লা লিগার ম্যাচে সমর্থকদেরও হতাশ করেনি বার্সেলোনা। (ছবি : টুইটার)

5 / 8
এ মরসুমে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। গেতাফের বিরুদ্ধে ম্যাচে সুপার কাপের সেই ট্রফি সমর্থকদের দেখানো হয়। (ছবি : টুইটার)

এ মরসুমে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। গেতাফের বিরুদ্ধে ম্যাচে সুপার কাপের সেই ট্রফি সমর্থকদের দেখানো হয়। (ছবি : টুইটার)

6 / 8
বার্সেলোনার জয়ে একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। হাড্ডাহাড্ডি ম্যাচ। গেতাফের একটা ভুল। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বার্সেলোনা। (ছবি : টুইটার)

বার্সেলোনার জয়ে একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। হাড্ডাহাড্ডি ম্যাচ। গেতাফের একটা ভুল। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বার্সেলোনা। (ছবি : টুইটার)

7 / 8
প্রতিপক্ষর ভুলে বল পান রাফিনহা। বক্সের মধ্যে অপেক্ষায় ছিলেন পেদ্রি। রাফিনার পাস থেকে জালে বল জড়ান পেদ্রি। ম্যাচের ৩৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। (ছবি : টুইটার)

প্রতিপক্ষর ভুলে বল পান রাফিনহা। বক্সের মধ্যে অপেক্ষায় ছিলেন পেদ্রি। রাফিনার পাস থেকে জালে বল জড়ান পেদ্রি। ম্যাচের ৩৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। (ছবি : টুইটার)

8 / 8
ম্যাচে আরও বহু সুযোগ তৈরি হলেও স্কোর লাইনে তাঁর ছাপ পড়েনি। আরও একটা ক্লিনশিট নিয়েই মাঠ ছাড়লেন বার্সেলোনার অভিজ্ঞ গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। পয়েন্ট টেবলে শীর্ষস্থানও বার্সেলোনার দখলেই। (ছবি : টুইটার)

ম্যাচে আরও বহু সুযোগ তৈরি হলেও স্কোর লাইনে তাঁর ছাপ পড়েনি। আরও একটা ক্লিনশিট নিয়েই মাঠ ছাড়লেন বার্সেলোনার অভিজ্ঞ গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। পয়েন্ট টেবলে শীর্ষস্থানও বার্সেলোনার দখলেই। (ছবি : টুইটার)

Next Photo Gallery