TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Sep 18, 2021 | 9:35 PM
সদ্যই লঞ্চ হয়েছে আইফোন ১৩ সিরিজ। এই সিরিজে মোট চারটি মডেল লঞ্চ হয়েছে। ভ্যানিলা বা রেগুলার অর্থাৎ বেস ভ্যারিয়েন্ট আইফোন ১৩ ছাড়াও এই সিরিজে রয়েছে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স--- এই তিনটি মডেল।
একগুচ্ছ অত্যাধুনিক ফিচার রয়েছে অ্যাপেলের নতুন সিরিজে। আইফোন ১৩ সিরিজে আগের তুলনায় বড় ডিসপ্লে এবং শক্তি শালী ব্যাটারি যুক্ত হয়েছে। কিন্তু এমন অনেক ফিচার রয়েছে যেগুলো এই সিরিজে যুক্ত হবে বলে আশা করেছিলেন ইউজাররা। কিন্তু আইফোন প্রেমীদের হতাশ করে অন্যান্যবারের মতোই এবারও সেইসব ফিচার আইফোন ১৩ সিরিজে যুক্ত হয়নি।
একনজরে দেখে নেওয়া যাক কী কী এমন ফিচার রয়েছে যা আইফোন ১৩ সিরিজে পাওয়া যাবে না। এর মধ্যে অন্যতম হল নচলেস ডিজাইন যুক্ত ডিসপ্লে। যদিও আইফোনের ফেস আইডি কিংবা ফেস আনলক ফিচারের জন্য নচ ডিজাইন ফ্রন্ট ডিসপ্লেতে থাকা প্রয়োজন।
আইফোন ১৩ সিরিজে টাইপ সি ইউএসবি সাপোর্ট, অল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার, ওয়াই-ফাই ৬ই কানেক্টিভিটি এবং স্যাটেলাইট কানেক্টিভিটি নেই।
আইফোন ১২ সিরিজের তুলনায় আইফোন ১৩ সিরিজে শক্তিশালী ব্যাটারি যুক্ত হলেও ওয়্যারলেস চার্জিং রিভার্স ওয়্যারলেস চার্জিং, এই দুই ফিচারের কোনওটারই সাপোর্ট নেই আইফোন ১৩ সিরিজে।
অলওয়েজ অন-ডিসপ্লে--- অ্যাপেল ওয়াচে এই ফিচার থাকলেও অ্যাপেলের আইফোন ১৩ সিরিজে এই ফিচার নেই। সেই সঙ্গে 10x অপটিক্যাল জুম সম্পন্ন টেলিফটো লেন্সও নেই এই ফোনের সিরিজের ক্যামেরায়।
আইপ্যাডে অ্যাপেল পেনসিলের ব্যবহার করা গেলেও আইফোনে তা যায় না। আগের সমস্ত আইফোনের মতো নতুন আইফোন ১৩ সিরিজেও অ্যাপেন পেনসিল ব্যবহারের যথাযোগ্য ব্যবস্থা নেই। এছাড়াও নেই ব্লুটুথের অপশন এবং স্ক্রিনে চালু থাকা বিষয়বস্তু অনুযায়ী স্ক্রিন রিফ্রেশ রেট পাল্টে যাওয়ার ফিচার।