দীপিকা পাড়ুকোনের এই হলুদ শাড়ি হতে পারে আপনার পুজোর সাজ। দীপিকার এই শাড়িটি ডিজাইন করেছেন অনামিকা খান্না। এমব্রয়ডারি করা লাল পারের সঙ্গে দারুণ যাবে হলুদের এই কম্নিনেশন। তার সঙ্গে দীপিকা পরেছেন ডিপ ভি কাট ও ক্যাপ হাতার বেগুনি রঙের ব্রাউজ।
এথনিকের মধ্যে সাধারণ লুক খুঁজছেন? করিনা কাপুর খানের এই লুক তাহলে আপনার মন কাড়বেই। হলুদের সঙ্গে রয়েছে বাদামীর কম্বিনেশন আর সমগ্র শাড়ি জুড়ে রয়েছে ফয়ল প্রিন্ট। যেখানে বাদামী রঙের হাত কাটা ব্লাউজ দিয়ে করিনা শাড়িটি পরেছেন। কানে বড় চুমক আর ছোট্ট টিপ তো নজর কাড়তে বাধ্যই।
পুজোর যে কোনও সময় পরতে পারেন আনারকলি। তার জন্য আপনি অনুপ্রেরণা নিতে পারেন কৃতি শ্যাননের থেকে। গোলাপি ও সাদার কাজে ফ্লোরাল এই হলুদ আনারকলির কোনও বিকল্পই হয় না। কৃতির এই আনারকলিটি ডিজাইন করেছেন অনিতা ডোংরে।
শারারার জন্য বেস্ট পছন্দ হবে আলিয়া ভাটের এই হলুদে মোড়া পোশাকটি। আলিয়ার এই শারারাটি ডিজাইন করেছেন মনিশ মালহোত্রা।
একদম সাধারণ লুক খুঁজছেন? তাহলে বেছে নিন জাহ্নবীর মত এই হলুদ শাড়ি। শাড়ির পারে রয়েছে সরু করে জরির কাজ। ব্লাউজেও রয়েছে সম্পূর্ণ জরির কাজ। জাহ্নবীর এই শাড়িটি ডিজাইন করেছেন মনিশ মালহোত্রা।
আপনি যদি উৎসবের জন্য ঘাগরা চলির কথা ভেবে থাকেন, তাহলে অনুপ্রেরণা নিতে পারেন তারা সুতারিয়ার কাছ থেকে। তারার এই ঘাগরাটি ডিজাইন করেছেন পুনিত বালানা। মিরর ওয়ার্ক রয়েছে সমগ্র পোশাক জুড়ে। তার সঙ্গে তারা পরেছেন একটি ডায়মন্ডের চোকার।