TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 09, 2021 | 1:03 PM
ফিনল্যান্ডের পরোবেশি নদীর ধারে রয়েছে এক স্বপ্নের কুটির! নাম তার ফিল্মমেকারস হাট। স্থাপত্য সংস্থা, পিরিনেন এবং সালো দ্বারা নকশা করা, কুঁড়েঘরটিতে আপনি পালিয়ে যেতে পারেন কয়েকদিনের জন্য। কুঁড়েঘরটি পিরিনেন এবং সালো একজন চলচ্চিত্র নির্মাতার জন্য তৈরি করেছেন এবং এটি ৮০-এর দশকের সিনেমার প্রভাব সহ একটি কাঠের কটেজ দেখতে আনেকটা গির্জার মতো।
জঙ্গলের মধ্যে অবস্থিত এই কাঠের বাড়িটি একেবারেই সিনেমার মতো সুন্দর। বাইরে থেকে বাড়িটা দেখলে কিছুটা রহস্যজনকই দেখাবে। হঠাৎ করেই যদি আপনি এই জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে আত্মবিভ্রান্তিতে ভোগার কোনও সুযোগ নেই। তবে একেবারেই একান্তযাপন করতে হলে নিরিবিলিতে এই কাঠের কুঁড়েঘরটিতে ঘাঁটি গাড়তেই পারেন আপনি।
ফিল্মমেকারস হাটকে চারদিকে ঘিরে রয়েছে অসংখ্য পাইন গাছের এক জঙ্গল। এই ঘন জঙ্গলে আলো কম প্রবেশ করায় একটা গাঢ় অন্ধকার বিরাজ করে এর অভ্যন্তরে। ১৫ বর্গমিটার অঞ্চল জুড়ে জঙ্গলটি অবস্থিত। এই হারিয়ে যাওয়ার ঠিকানা কিন্তু বেশ শৌখিন। যেখানে সারা পৃথিবী মারণ ভাইরাস করোনাকে নিয়ে ব্যস্ত, সেইখানে এই গন্তব্যে কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন। এই কুঁড়েঘরে বসার ডেস্ক, জিনিসপত্র রাখার স্টোরেজ, সাউন্ড সিস্টেম, বসার সোফা, ফায়ার প্লেস রয়েছে। অতএব বিলাসবহুল শৌখিন পর্যটনের আদর্শ জায়গা এটি।
কটেজের জানলার সামনে বসলে নদী দেখা যায়। একটা মই নিয়ে কখনও পাইন গাছে উঠে বসতে পারেন একবার, জঙ্গলটা দেখা যাবে মন ভরে। আপনি যখন আপনার নিজের মন থেকে ক্লান্ত হয়ে যাবেন তখন একটা টেনে ঘুম দিয়ে দেবেন এবং শান্তিতে দিবাস্বপ্ন দেখতে পাবেন। জঙ্গলযুক্ত এলাকাটি দর্শনীয়, মানব জগতের হইহট্টগোল পৌঁছবে না একেবারেই সেখানে।