Ranbir Kapoor: এই ৫টি ব্লকবাস্টার ছবির অফার ফিরিয়েছিলেন রণবীর কাপুর

২০০৭ সালে সঞ্জয় লীলা ভন্সালীর 'সাওয়ারিয়া' ছবিতে ডেবিউ করেছিলেন রণবীর কাপুর। ১৫ বছরের সিনেমা কেরিয়ারে একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি। প্রথম সারির সুপারস্টারদের মধ্যে রয়েছেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও নীতু সিং কাপুরের পুত্রের নাম। ছবি বাছাইয়ের ক্ষেত্রে তিনি বেশ খুঁতখুঁতে। নিজের কেরিয়ারে বহু ছবি নাকচ করেছেন রণবীর। পরবর্তীকালে সেই সব ছবি সুপার হিটও হয়েছে। কী কী সেই ছবি জানলে অবাক হবেন -

1/6
টু স্টেটস—রণবীরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট অভিনয় করেছিলেন সেই ছবিতে। চেতন ভগতের 'টু স্টেটস' উপন্যাস অবলম্বনে তৈরি হয় ছবিটি। কিন্তু রণবীর সরে আসায় অফার যায় অর্জুন কাপুরের কাছে।
টু স্টেটস—রণবীরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট অভিনয় করেছিলেন সেই ছবিতে। চেতন ভগতের 'টু স্টেটস' উপন্যাস অবলম্বনে তৈরি হয় ছবিটি। কিন্তু রণবীর সরে আসায় অফার যায় অর্জুন কাপুরের কাছে।
2/6
দিল ধড়কনে দো—জোয়া আখতার পরিচালিত ছবিতে সত্যি জীবনের ভাই-বোন রণবীর কাপুর ও করিনা কাপুরের কাজ করার কথা ছিল। কিন্তু সেটা না হওয়ায় অফার যায় রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়ার কাছে।
দিল ধড়কনে দো—জোয়া আখতার পরিচালিত ছবিতে সত্যি জীবনের ভাই-বোন রণবীর কাপুর ও করিনা কাপুরের কাজ করার কথা ছিল। কিন্তু সেটা না হওয়ায় অফার যায় রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়ার কাছে।
3/6
গাল্লি বয়—আলিয়া ভাটের সঙ্গে আরও একটি ছবির অফার ফিরিয়েছিলেন রণবীর কাপুর। 'গাল্লি বয়'। যদিও সেটি আলিয়ার বিপরীতে ছিল না। ছিল দ্বিতীয় লিড চরিত্র। ফলে অফার ফিরিয়েছিলেন রণবীর।
গাল্লি বয়—আলিয়া ভাটের সঙ্গে আরও একটি ছবির অফার ফিরিয়েছিলেন রণবীর কাপুর। 'গাল্লি বয়'। যদিও সেটি আলিয়ার বিপরীতে ছিল না। ছিল দ্বিতীয় লিড চরিত্র। ফলে অফার ফিরিয়েছিলেন রণবীর।
4/6
ব্যান্ড বজা বারাত—রণবীর সিংকে লঞ্চ করা হয়েছিল এই ছবিতে। বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। কিন্তু শোনা যায়, সিংয়ের আগে রণবীর কাপুরের কাছে নাকি গিয়েছিল অফার। চরিত্রটি তাঁর মন ছোঁয়নি বলে তিনি সরে আসেন।
ব্যান্ড বজা বারাত—রণবীর সিংকে লঞ্চ করা হয়েছিল এই ছবিতে। বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। কিন্তু শোনা যায়, সিংয়ের আগে রণবীর কাপুরের কাছে নাকি গিয়েছিল অফার। চরিত্রটি তাঁর মন ছোঁয়নি বলে তিনি সরে আসেন।
5/6
দিল্লি বেলি—ব্র্যাক কমিডি ছবির অফার অনেক অভিনেতার কাছেই গিয়েছিল সেসময়। অফার আসে রণবীর কাপুরের কাছেও। কিন্তু তিনি নাকচ করে দেন। পরবর্তীকালে ছবিতে অভিনয় করেন ইমরান খান।
দিল্লি বেলি—ব্র্যাক কমিডি ছবির অফার অনেক অভিনেতার কাছেই গিয়েছিল সেসময়। অফার আসে রণবীর কাপুরের কাছেও। কিন্তু তিনি নাকচ করে দেন। পরবর্তীকালে ছবিতে অভিনয় করেন ইমরান খান।
6/6
রণবীরের কেরিয়ারে আছে একাধিক হিট ছবির তালিকা। 'সঞ্জু', 'বরফি', 'ওয়েক আপ সিড', 'রাজনীতি'-র মতো ছবি। তাঁকে ভাবা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে। সৌরভ নিজে চেয়েছেন রণবীরকে। কিন্তু বলি অন্দর বলছে, রণবীর নাকি খুব একটা আগ্রহী নন।
রণবীরের কেরিয়ারে আছে একাধিক হিট ছবির তালিকা। 'সঞ্জু', 'বরফি', 'ওয়েক আপ সিড', 'রাজনীতি'-র মতো ছবি। তাঁকে ভাবা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে। সৌরভ নিজে চেয়েছেন রণবীরকে। কিন্তু বলি অন্দর বলছে, রণবীর নাকি খুব একটা আগ্রহী নন।

Click on your DTH Provider to Add TV9 Bangla