Turmeric: রূপচর্চায় হলুদ তো ব্যবহার করেন, কিন্তু এই ৫ ভুল করছেন না তো…

TV9 Bangla Digital | Edited By: megha

Jun 16, 2022 | 2:34 PM

কাঁচা হলুদ মাখলে ত্বকের জেল্লা বেড়ে যায়। সঙ্গে কমে ব্রণ, র‍্যাশ-সহ অন্যান্য ত্বকের সংক্রমণের ঝুঁকি। কিন্তু ত্বকে হলুদ ব্যবহার করার বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো কী জানেন...

1 / 6
কাঁচা হলুদ মাখলে ত্বকের জেল্লা বেড়ে যায়। সঙ্গে কমে ব্রণ, র‍্যাশ-সহ অন্যান্য ত্বকের সংক্রমণের ঝুঁকি। আসলে হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে যা ত্বকের জন্য ভাল। কিন্তু ত্বকে হলুদ ব্যবহার করার বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো কী জানেন...

কাঁচা হলুদ মাখলে ত্বকের জেল্লা বেড়ে যায়। সঙ্গে কমে ব্রণ, র‍্যাশ-সহ অন্যান্য ত্বকের সংক্রমণের ঝুঁকি। আসলে হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে যা ত্বকের জন্য ভাল। কিন্তু ত্বকে হলুদ ব্যবহার করার বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো কী জানেন...

2 / 6
অনেকেই কাঁচা হলুদ বেটে সরাসরি মুখে ব্যবহার করেন। এই ভুল একদম নয়। বিশেষজ্ঞদের মতে, এর সঙ্গে অন্য উপাদান মিশিয়ে ত্বক ব্যবহার করা উচিত। হলুদের সঙ্গে দুধ, দই, বেসন, মধু কিংবা লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে আরও দ্বিগুণ উপকার মেলে।

অনেকেই কাঁচা হলুদ বেটে সরাসরি মুখে ব্যবহার করেন। এই ভুল একদম নয়। বিশেষজ্ঞদের মতে, এর সঙ্গে অন্য উপাদান মিশিয়ে ত্বক ব্যবহার করা উচিত। হলুদের সঙ্গে দুধ, দই, বেসন, মধু কিংবা লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে আরও দ্বিগুণ উপকার মেলে।

3 / 6
নিয়মিত হলুদ ব্যবহার করলে ত্বকের জেল্লা ফেরে, এমন ধারণা অনেকেরই রয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে নিয়মিত হলুদ ব্যবহার করা উচিত নয়। এতে বলিরেখা পড়ার সম্ভাবনা বেশি। এর চেয়ে সপ্তাহে এক বা দু'বার ব্যবহার করতে পারেন।

নিয়মিত হলুদ ব্যবহার করলে ত্বকের জেল্লা ফেরে, এমন ধারণা অনেকেরই রয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে নিয়মিত হলুদ ব্যবহার করা উচিত নয়। এতে বলিরেখা পড়ার সম্ভাবনা বেশি। এর চেয়ে সপ্তাহে এক বা দু'বার ব্যবহার করতে পারেন।

4 / 6
ত্বকে যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে হলুদ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজনে আগে হাতে স্টেট করে দেখুন, তারপর ত্বকের উপর ব্যবহার করুন। যদি সমস্যা না হয় তাহলেই ব্যবহার করুন।

ত্বকে যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে হলুদ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজনে আগে হাতে স্টেট করে দেখুন, তারপর ত্বকের উপর ব্যবহার করুন। যদি সমস্যা না হয় তাহলেই ব্যবহার করুন।

5 / 6
চোখের নীচের কালো দাগ দূর করতে অনেকেই হলুদ ব্যবহার করেন। এই ক্ষেত্রে সতর্ক থাকুন। অনেক সময় চোখে হলুদ চলে গেলে জ্বালাভাব শুরু হয়। এই ক্ষেত্রে চোখের নীচে হলুদ লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

চোখের নীচের কালো দাগ দূর করতে অনেকেই হলুদ ব্যবহার করেন। এই ক্ষেত্রে সতর্ক থাকুন। অনেক সময় চোখে হলুদ চলে গেলে জ্বালাভাব শুরু হয়। এই ক্ষেত্রে চোখের নীচে হলুদ লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

6 / 6
দীর্ঘক্ষণ ধরে হলুদ মেখে বসে থাকলেই যে কাজ হবে তার কোনও মানে নেই। এতে হিতে বিপরীতও হতে পারে। তাই ২০ মিনিটের বেশি হলুদের ফেসপ্যাক লাগিয়ে বসে থাকবেন না।

দীর্ঘক্ষণ ধরে হলুদ মেখে বসে থাকলেই যে কাজ হবে তার কোনও মানে নেই। এতে হিতে বিপরীতও হতে পারে। তাই ২০ মিনিটের বেশি হলুদের ফেসপ্যাক লাগিয়ে বসে থাকবেন না।

Next Photo Gallery