Tan Removal Face Pack: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ত্বকের সমস্যা! রইল সান ট্যান দূর করার সহজ উপায়

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 08, 2022 | 2:26 PM

Homemade Face Pack: গরমে রোদের তাপে হাত ও মুখে ট্যান পড়লে কীভাবে তা দূর করা যায়, তার জন্য রইল কিছু ঘরোয়া টোটকার খোঁজ।

1 / 6
গরমের প্রখর রোদে ট্যান পড়ে যায় শরীরে। কখনও কখনও ট্যানিংয়ের সঙ্গে সঙ্গে চুলকানি এবং জ্বালাভাবও দেখা যায়। গরমে রোদের তাপে হাত ও মুখে ট্যান পড়লে কীভাবে তা দূর করা যায়, তার জন্য রইল কিছু ঘরোয়া টোটকার খোঁজ।

গরমের প্রখর রোদে ট্যান পড়ে যায় শরীরে। কখনও কখনও ট্যানিংয়ের সঙ্গে সঙ্গে চুলকানি এবং জ্বালাভাবও দেখা যায়। গরমে রোদের তাপে হাত ও মুখে ট্যান পড়লে কীভাবে তা দূর করা যায়, তার জন্য রইল কিছু ঘরোয়া টোটকার খোঁজ।

2 / 6
মধু এবং পেঁপে: এই দুটি উপাদানেই ত্বককে সুস্থ ও উজ্জ্বল করার বৈশিষ্ট্য রয়েছে। একটি পাত্রে সামান্য পেঁপে ম্যাশ করে নিন এবং তাতে এক চামচ মধু যোগ করুন। এই পেস্টটা মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখার পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এটি করলে ট্যানিং দূর হবে।

মধু এবং পেঁপে: এই দুটি উপাদানেই ত্বককে সুস্থ ও উজ্জ্বল করার বৈশিষ্ট্য রয়েছে। একটি পাত্রে সামান্য পেঁপে ম্যাশ করে নিন এবং তাতে এক চামচ মধু যোগ করুন। এই পেস্টটা মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখার পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এটি করলে ট্যানিং দূর হবে।

3 / 6
দুধ ও জাফরান: জাফরান প্রাচীনকাল থেকেই রোদে পোড়াভাব সারাতে ব্যবহৃত হয়ে আসছে। দুধে কিছু জাফরান যোগ করুন এবং এই পেস্টটি মুখে লাগান। এটি প্রায় ১০ মিনিটের জন্য রেখে দেওয়ার পরে, হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করুন। দেখবেন উজ্জ্বল দেখাচ্ছে ত্বক।

দুধ ও জাফরান: জাফরান প্রাচীনকাল থেকেই রোদে পোড়াভাব সারাতে ব্যবহৃত হয়ে আসছে। দুধে কিছু জাফরান যোগ করুন এবং এই পেস্টটি মুখে লাগান। এটি প্রায় ১০ মিনিটের জন্য রেখে দেওয়ার পরে, হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করুন। দেখবেন উজ্জ্বল দেখাচ্ছে ত্বক।

4 / 6
স্ট্রবেরি পেস্ট: স্ট্রবেরি দিয়ে তৈরি এই পেস্ট প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে। এটি তৈরি করতে, গ্রেট করা স্ট্রবেরিতে দুধ যোগ করুন। এবার এই পেস্টটি মুখে লাগান এবং প্রায় ১০ মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

স্ট্রবেরি পেস্ট: স্ট্রবেরি দিয়ে তৈরি এই পেস্ট প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে। এটি তৈরি করতে, গ্রেট করা স্ট্রবেরিতে দুধ যোগ করুন। এবার এই পেস্টটি মুখে লাগান এবং প্রায় ১০ মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

5 / 6
আলুর রস এবং মুলতানি মাটি: বিশেষজ্ঞরাও ট্যানিং দূর করতে আলুর রস ব্যবহারের পরামর্শ দেন। একটি পাত্রে দুই চামচ মুলতানি মাটি নিয়ে তাতে তিন চামচ আলুর রস মিশিয়ে নিন। এই পেস্টটা মুখে ১৫ মিনিট লাগানোর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণর সমস্যাও দূর করবে মুলতানি মাটি।

আলুর রস এবং মুলতানি মাটি: বিশেষজ্ঞরাও ট্যানিং দূর করতে আলুর রস ব্যবহারের পরামর্শ দেন। একটি পাত্রে দুই চামচ মুলতানি মাটি নিয়ে তাতে তিন চামচ আলুর রস মিশিয়ে নিন। এই পেস্টটা মুখে ১৫ মিনিট লাগানোর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণর সমস্যাও দূর করবে মুলতানি মাটি।

6 / 6
শসা এবং লেবু: ভিটামিন সি সমৃদ্ধ লেবুকে ট্যানিং দূর করতে খুবই কার্যকরী বলে মনে করা হয়। অন্যদিকে, শসা ত্বক মেরামত করে। একটি পাত্রে গ্রেট করা শসা নিন এবং তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। গরমে সপ্তাহে তিনবার এই পেস্টটি ব্যবহার করুন।

শসা এবং লেবু: ভিটামিন সি সমৃদ্ধ লেবুকে ট্যানিং দূর করতে খুবই কার্যকরী বলে মনে করা হয়। অন্যদিকে, শসা ত্বক মেরামত করে। একটি পাত্রে গ্রেট করা শসা নিন এবং তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। গরমে সপ্তাহে তিনবার এই পেস্টটি ব্যবহার করুন।

Next Photo Gallery