Palak Paneer: পালং পনিরকে আরও সুস্বাদু বানিয়ে তুলুন এই কয়েকটি উপায়ে
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 10, 2023 | 2:28 PM
Palak Paneer Cooking Tips: স্বাদ মতো চিনি দিন। যারা খাবারে বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি চিনি দিতে পারেন তবে হালকা চিনিতেই বেশি সুস্বাদু লাগে এই পদটি।
1 / 7
শীতের সবজির মধ্যে অন্যতম হল পালং শাক। পালং শাকের মধ্যে ভিটামিন কে, ফাইবার, ফসফরাস, থিয়ামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে যা শরীরের জন্য ভীষণ উপকারী।
2 / 7
শীতকালের ডিনারে পালং আর পনিরের যুগলবন্দী কিন্তু সবসময় হিট। জেনে নিন পালং পনিরকে কীভাবে আরও সুস্বাদু করে তোলা যায়...
3 / 7
পালং পনিরে দই, দুধ বা ফ্রেশ ক্রিম যোগ করুন। এতে খাবারের স্বাদ ও ঘনত্ব দুই বাড়ে।
4 / 7
খেয়াল রাখবেন বেশি আঁচে কখনই পালং পনির রান্না করবেন না। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম একেবারেই বাড়িয়ে রাখা চলবে না।
5 / 7
পদটি রান্না হয়ে গেলে তার উপর থেকে কয়েক ফোঁটা লেবুর রস ছড়িয়ে দিন। চাইলে কমলালেবুও ব্যবহার করতে পারেন।
6 / 7
স্বাদ মতো চিনি দিন। যারা খাবারে বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি চিনি দিতে পারেন তবে হালকা চিনিতেই বেশি সুস্বাদু লাগে এই পদটি।
7 / 7
চেষ্টা করবেন তাজা পালং শাক ব্যবহার করার। এবং গাঢ় সবুজ রঙের পালং শাক হলে খুব ভাল হয়।