TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Mar 06, 2022 | 10:48 AM
সহজেই বাথরুমকে স্পা উপযোগী করে ফেলতে প্রথমেই বদলে ফেলুন বাথরুমের রং। রং হিসেবে রাখুন হালকা নীল কিংবা হালকা গোলাপি। নরম আলো ব্যবহার করুন। ইচ্ছে করলে মোমাবাতির ব্যবহার করতে পারেন।
আজকাল নানা আকারের বাথটব বাজারে কিনতে পাওয়া যায়। সেখান থেকে পছন্দমতো বেছে নিতে পারেন আপনার বাথটবটি। আপনার বাড়ির বাথরুমে যদি যথেষ্ট জায়গা থাকে তাহলে একটু বড়ো সাইজের বাথটব বেছে নিতে পারেন।
বাথটবের জলে রাখুন বিভিন্ন অ্যাসেনশ্যাল ওয়েল আর ফুলের পাপড়ি। বাথরুমের কর্নারগুলোতে বড় ফুলদানির মাধ্যমে রাখুন তাজা ফুল। ফুলের সুগন্ধে বাথরুমের মুড সম্পূর্ণ পার্লারের স্পার মতো হয়ে যাবে।
বাথরুমে ইন্ডোর প্ল্যান্ট রাখুন। ছোট ছোট টবে গাছ রাখলে, বাথরুমে একটা ফ্রেশ ফিল আসবে। এক্ষেত্রে প্রাধান্য দিতে পারেন অ্যালোভেরা গাছকে।
বাথরুমে ছোট, বড় আর মাঝারি আকারের তোয়ালে রাখুন। এইসব তোয়ালের রং হিসেবে প্রাধান্য দিন সাদা বা হালকা অন্য যে কোনও হালকা রঙের।
স্পায়ের ক্ষেত্রে বেছে নিন ভেষজ জিনিসপত্র। তালিকায় রাখতে পারেন হলুদ, নিম, অ্যালোভেরা, চন্দন, গোলাপ জল, অলিভ ওয়েল, মূলতানি মাটি, কমলার খোসা, লেবু, টমেটো ইত্যাদি। স্নানের সময় ছোট ব্লুটুথের মাধ্যমে বাজাতে পারেন পছন্দের কোনো গান বা মিউজিক।