অর্শের সমস্যায় ভুগছেন? কী কী খাবারকে এড়িয়ে যাবেন দেখে নিন এক নজরে..
অর্শ হলে ব্যথা, রক্তপাত, এবং তীব্র চুলকানি ও অস্বস্তির মত একাধিক সমস্যা দেখা যায়। সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এমন কিছু খাবার রয়েছে যা অর্শের লক্ষণ গুলিকে প্রশমিত করতে সাহায্য করে। আবার এমন কিছু খাবার রয়েছে যা অর্শের রোগীদের জন্য ক্ষতিকারক প্রমাণিত।