
দেশি ঘি: যত ভাল রান্নাই হোক না কেন দেশি গাওয়া ঘি থাকলে রান্না কিন্তু বেশ সহজপাচ্য হয়। শীতকালে আপনার শরীরকে স্বাভাবিকভাবে গরম করবে দেশি ঘি।

আদা: আদায় থার্মোজেনিক এবং খাবর হজম করার ক্ষমতা রয়েছে, যা আপনার দেহে মেটাবলিসম বাড়ায়, রক্তপ্রবাহ সহজ করে দেয়।

পেঁয়াজ: মাটির নীচের শব্জি সবসময়ই হজম হওয়ার ক্ষেত্রে শরীরে উষ্ণতা তৈরি করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে এবং ক্যালসিয়াম আছে।

সর্ষের বীজ: সর্ষে তেল ভীষণভাবেই আরামদায়ক। শীতকালে আপনার হাত-পা সর্ষের তেল দিয়ে ম্যাসেজ করলে ত্বকের রুক্ষতা কমবে। সর্ষের বীজও ত্বক ভাল করে।

মধু: রোজ মধু খাওয়ার অভ্যেস করলে শীতকালে ঠান্ডা লাগা, সর্দি, কাশীর থেকে ভোগান্তি হবে আনেক কম। মধু খেতে হজম ক্ষমতা বাড়ে, ইমিউনিটি বাড়ে, আর এটি ত্বকের জন্য খুব ভাল।