Cristiano Ronaldo Statue: গোয়ায় স্থাপিত হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি, দেখুন ছবি
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মূর্তি (Statue) স্থাপিত হল গোয়ার পানাজিতে। গোয়ার মন্ত্রী মাইকেল লোবো জানান, রাজ্য ও দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্যই এই মূর্তি স্থাপন করা হয়েছে। গোয়ার সরকারের তরফ থেকে এই মূর্তি বানানোর খরচ বহন করা হয়েছে। জানা গিয়েছে, রোনাল্ডোর এই মূর্তিটির ওজন ৪১০ কেজি।