Bangla NewsPhoto gallery Former South Africa Captain Hansie Cronje Died in a Plane Crash here look about that incident
Hansie Cronje: রহস্যে মোড়া হ্যান্সি ক্রোনিয়ের বিমান দুর্ঘটনার কথা মনে আছে?
হ্যান্সি ক্রোনিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন। তবে তাঁর ক্রিকেট কেরিয়ার ফালা ফালা হয়েছিল ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত প্রমাণিত হওয়ার পর। ২০০০ সালে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন এই প্রোটিয়া তারকা। তার ঠিক ২ বছর পরই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ক্রোনিয়ে। তবে তাঁর বিমান দুর্ঘটনায় প্রাণ হারানোটা ছিল রহস্যে মোড়া।