FIFA World Cup 2022: জয়ের পর ফ্রান্স ড্রেসিং রুমের চিত্রটা কেমন ছিল?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 11, 2022 | 9:57 AM
খুশির আনন্দ যেন বাঁধ মানছে না শেষ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। টেবিলের উপর উঠেই চলছে উদযাপন। ফ্রান্স ফুটবল ফেডারেশন নিজের টুইটার পেজে পোস্ট করে উদযাপনের এই সব মুহূর্তের ছবি।
1 / 6
ইংল্যান্ডের হারিয়ে শেষ চারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জয়ের পর আনন্দ উচ্ছাসে মেতে উঠলেন হুগো লরিস বাহিনী। ছবি: টুইটার
2 / 6
ড্রেসিংরুমের মধ্যেই শুরু উদ্দাম নৃত্য। গ্রিজম্যান তো হাতেই তুলে নিলেন মস্ত একখানা সাউন্ড সিস্টেম। ছবি: টুইটার
3 / 6
খুশির আনন্দ যেন বাঁধ মানছে না শেষ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। টেবিলের উপর উঠেই চলছে উদযাপন। ফ্রান্স ফুটবল ফেডারেশন নিজের টুইটার পেজে পোস্ট করে উদযাপনের এই সব মুহূর্তের ছবি। ছবি: টুইটার
4 / 6
ক্যাপশনে লেখা ছিল, আমরা বাড়ি ফিরতে চাই না, আমরা এখানেই ভাল আছি। ছবি: টুইটার
5 / 6
ক্যামেরা নিজের দিকে তাক করে উদযাপনের মূহুর্তকে ক্যামেরাবন্দি করলেন দিদিয়ের দেঁশর আর এক শিষ্য ভারানে। ছবি: টুইটার
6 / 6
শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে জয়ের নায়ক অলিভিয়ের জিরোকে ঘিরে ধরলেন সতীর্থরা। এক গাল হাসি সকলের মুখেই। ছবি: টুই