TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Dec 16, 2022 | 10:00 AM
২০১৮ সালে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ গিয়েছিল ফ্রান্সে। ক্রোয়েশিয়াকে হারিয়ে কাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপেরা। রবিবার লুসেইল স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের সামনে আর্জেন্টিনা। পরপর দু'বার বিশ্বকাপ জয়ের তকমা লাগতে পারে ফরাসিদের গায়ে।
অতীতে পরপর দু'বার বিশ্বকাপ জয়ের নজির অন্য কোনও দলের কি রয়েছে? আলবাত রয়েছে। অতীতে মাত্র দুটি দল পরপর দু'বার বিশ্বকাপ জিতেছে। ইতালি ও ব্রাজিল। (ছবি:টুইটার)
রবিবাসরীয় ফাইনাল জিতে গেলে ইতালি ও ব্রাজিলকে স্পর্শ করে ফেলবে দিদিয়ের দেশঁর টিম। ৬০ বছর পর ফ্রান্সের সামনে ব্রাজিলের নজির ছোঁয়ার অপেক্ষা।(ছবি:টুইটার)
১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি বিশ্বকাপ জেতে। ১৯৫৮ এবং ১৯৬২ সালে বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। ব্রাজিলের সামনে পরপর তিনবার বিশ্বকাপ জয়ের সুযোগও এসেছিল। কিন্তু ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনাল হেরে সুযোগ হাতছাড়া হয়। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল সেলেকাওরা।(ছবি:টুইটার)
নজিরের সামনে দাঁড়িয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। কোচ হিসেবে পরপর দু'বার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ভিত্তোরিও পোজোর। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি জিতেছিল তাঁর অধীনেই। (ছবি:টুইটার)
ফুটবলার হিসেবে একবার ও ম্যানেজার হিসেবে দু'বার বিশ্বকাপ জিতে বিরল নজিরের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে দেশঁর কাছে। ১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন দেশঁ। (ছবি:টুইটার)