Oliver Giroud: জিরো থেকে হিরো, নতুন মাইলফলকে ফরাসি স্ট্রাইকার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 23, 2022 | 7:30 AM

'ফ্রম রাশিয়া, উইথ কাপ'। জিরো থেকে হিরো। কোনও বিদ্রুপ নয়। প্রশংসা সূচক ক্ষেত্রেই ব্যবহৃত অলিভিয়ের জিরোর জন্য। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই দলেও ছিলেন অলিভিয়ের জিরো। চ্যাম্পিয়ন দলের সদস্য। অন্যতম সেরা স্ট্রাইকার। গত বিশ্বকাপে একটিও গোল করতে পারেননি। এমনকি গোলমুখী একটি শটও ছিল না। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতল ফ্রান্স। জোড়া গোল করলেন জিরো।

1 / 5
'ফ্রম রাশিয়া, উইথ কাপ'। জিরো থেকে হিরো। কোনও বিদ্রুপ নয়। প্রশংসা সূচক ক্ষেত্রেই ব্যবহৃত অলিভিয়ের জিরোর জন্য (Oliver Giroud)। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। (ছবি : টুইটার)

'ফ্রম রাশিয়া, উইথ কাপ'। জিরো থেকে হিরো। কোনও বিদ্রুপ নয়। প্রশংসা সূচক ক্ষেত্রেই ব্যবহৃত অলিভিয়ের জিরোর জন্য (Oliver Giroud)। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। (ছবি : টুইটার)

2 / 5
সেই দলেও ছিলেন অলিভিয়ের জিরো। চ্যাম্পিয়ন দলের সদস্য। অন্যতম সেরা স্ট্রাইকার। গত বিশ্বকাপে একটিও গোল করতে পারেননি। এমনকি গোলমুখী একটি শটও ছিল না। (ছবি : টুইটার)

সেই দলেও ছিলেন অলিভিয়ের জিরো। চ্যাম্পিয়ন দলের সদস্য। অন্যতম সেরা স্ট্রাইকার। গত বিশ্বকাপে একটিও গোল করতে পারেননি। এমনকি গোলমুখী একটি শটও ছিল না। (ছবি : টুইটার)

3 / 5
কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতল ফ্রান্স। পিছিয়ে পড়েও বড় জয়। ম্যাচে জোড়া গোল করলেন অলিভিয়ের জিরো। (ছবি : টুইটার)

কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতল ফ্রান্স। পিছিয়ে পড়েও বড় জয়। ম্যাচে জোড়া গোল করলেন অলিভিয়ের জিরো। (ছবি : টুইটার)

4 / 5
ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ (FIFA World Cup) খেলারও নজির গড়লেন। বিশ্বকাপের ইতিহাসে বেশি বয়সে গোলের নিরিখে দ্বিতীয় স্থানে অলিভিয়ের জিরো। (ছবি : টুইটার)

ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ (FIFA World Cup) খেলারও নজির গড়লেন। বিশ্বকাপের ইতিহাসে বেশি বয়সে গোলের নিরিখে দ্বিতীয় স্থানে অলিভিয়ের জিরো। (ছবি : টুইটার)

5 / 5
দেশের হয়ে গোলের হাফ সেঞ্চুরি। ম্যাচে নিজের দ্বিতীয় গোলে মাইলফলকে জিরো। ফ্রান্সের সর্বকালের সর্বাধিক গোলদাতা থিয়েরি অঁরি (Thierry Henry)। অঁরির গোলসংখ্যা ৫১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোলে তাঁর নজির ছুঁলেন জিরো। (ছবি : টুইটার)

দেশের হয়ে গোলের হাফ সেঞ্চুরি। ম্যাচে নিজের দ্বিতীয় গোলে মাইলফলকে জিরো। ফ্রান্সের সর্বকালের সর্বাধিক গোলদাতা থিয়েরি অঁরি (Thierry Henry)। অঁরির গোলসংখ্যা ৫১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোলে তাঁর নজির ছুঁলেন জিরো। (ছবি : টুইটার)

Next Photo Gallery