Happily Single Tolly Actresses: পর্দায় স্ত্রী, কিন্তু বাস্তবে হ্যাপিলি সিঙ্গল টলি অভিনেত্রীরা

Happily Single Tolly Actresses: সিনেমার পর্দায় তাঁরা নায়কের স্ত্রী, কিন্তু বাস্তবে বিয়েই করেননি, বা করেও ছেড়ে দিয়েছেন। টালিগঞ্জের এই নায়িকারা চলেন নিজেদের নিয়মে।

Aug 02, 2022 | 7:10 AM
TV9 Bangla Digital

| Edited By: Mahuya Dutta

Aug 02, 2022 | 7:10 AM

সোহিনী সরকার ব্যোমকেশ বক্সীর সত্যবতী। পর্দায় বহুবার তিনি স্ত্রী হয়েছেন আবির চট্টোপাধ্যায়ের। আবার আসছে নতুন ব্যোমকেশের ছবি। পর্দায় স্ত্রীর চরিত্রে অভিনয় করলেও তিনি সিঙ্গল। যদিও বহুদিন ধরে তিনি সম্পর্কে রয়েছেন রণজয় বিষ্ণুর সঙ্গে, তবে এখন শোনা যাচ্ছে তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। সম্প্রতি তিনি হিমাচলে ঘুরে এলেন একা। বিয়ে না করেও তিনি রয়েছেন দিব্য।

সোহিনী সরকার ব্যোমকেশ বক্সীর সত্যবতী। পর্দায় বহুবার তিনি স্ত্রী হয়েছেন আবির চট্টোপাধ্যায়ের। আবার আসছে নতুন ব্যোমকেশের ছবি। পর্দায় স্ত্রীর চরিত্রে অভিনয় করলেও তিনি সিঙ্গল। যদিও বহুদিন ধরে তিনি সম্পর্কে রয়েছেন রণজয় বিষ্ণুর সঙ্গে, তবে এখন শোনা যাচ্ছে তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। সম্প্রতি তিনি হিমাচলে ঘুরে এলেন একা। বিয়ে না করেও তিনি রয়েছেন দিব্য।

1 / 6
‘কুলের আচার’ ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের স্ত্রী ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। অভিনেত্রীর বাস্তবে বিয়ে করেছিলেন অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীকে। ভালবাসার সেই বিয়ে অবশ্য টেকেনি। পুরনো সব কিছু ভুলে এখন মধুমিতা সিঙ্গল। মনে করেন নিজেকে ভাল না বাসলে অন্যকে ভালবাসা যায় না। তিনি নিজের মতো সময় কাটানো বেশ পছন্দ করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগও করেন ভক্তদের সঙ্গে।

‘কুলের আচার’ ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের স্ত্রী ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। অভিনেত্রীর বাস্তবে বিয়ে করেছিলেন অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীকে। ভালবাসার সেই বিয়ে অবশ্য টেকেনি। পুরনো সব কিছু ভুলে এখন মধুমিতা সিঙ্গল। মনে করেন নিজেকে ভাল না বাসলে অন্যকে ভালবাসা যায় না। তিনি নিজের মতো সময় কাটানো বেশ পছন্দ করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগও করেন ভক্তদের সঙ্গে।

2 / 6
অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী বাস্তব জীবনে সিঙ্গল। তবে পর্দায় ‘এসওএস কলকাতা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে যশ দাশগুপ্তের স্ত্রী ভূমিকায়। রাজ চক্রবর্তী থেকে মিনি অনেকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টলিপাড়ায় আলোচনা থাকলেও তিনি নিজে সিঙ্গল। তাঁর মতে, এখন তিনি প্রতিটি মুহূর্তকে খুব উপভোগ করছেন।

অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী বাস্তব জীবনে সিঙ্গল। তবে পর্দায় ‘এসওএস কলকাতা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে যশ দাশগুপ্তের স্ত্রী ভূমিকায়। রাজ চক্রবর্তী থেকে মিনি অনেকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টলিপাড়ায় আলোচনা থাকলেও তিনি নিজে সিঙ্গল। তাঁর মতে, এখন তিনি প্রতিটি মুহূর্তকে খুব উপভোগ করছেন।

3 / 6
ইশা সাহা কেরিয়ার শুরু করেন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেই। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘প্রজাপতি বিস্কুট’ ছবি দিয়ে তাঁর সিনেমার যাত্রা শুরু। এই ছবিতে আদিত্য সেনগুপ্তের স্ত্রী ভূমিকায় অভিনয় করেন তিনি। আবার ‘গোলন্দাজ’ ছবিতে তিনি দেব-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। কিন্তু বাস্তবে ইশা সিঙ্গল। আর এই একা থাকা তিনি খুব উপভোগ করেন।

ইশা সাহা কেরিয়ার শুরু করেন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেই। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘প্রজাপতি বিস্কুট’ ছবি দিয়ে তাঁর সিনেমার যাত্রা শুরু। এই ছবিতে আদিত্য সেনগুপ্তের স্ত্রী ভূমিকায় অভিনয় করেন তিনি। আবার ‘গোলন্দাজ’ ছবিতে তিনি দেব-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। কিন্তু বাস্তবে ইশা সিঙ্গল। আর এই একা থাকা তিনি খুব উপভোগ করেন।

4 / 6
রাইমা সেনকে অনেকবারই পর্দায় স্ত্রী ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’ ছবিতে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ভূমিকায় অভিনয় করেন। ৪০ কোটায় পা দিয়েও তিনি এখনও সিঙ্গল। আর সেটা যে তিনি খুব উপভোগ করেন তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই স্পষ্ট। কারণ প্রায়ই দেখা যায় তিনি বেড়াতে গিয়েছেন। আর সেই ছবি বাগ করছেন ভক্তদের সঙ্গে।

রাইমা সেনকে অনেকবারই পর্দায় স্ত্রী ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’ ছবিতে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ভূমিকায় অভিনয় করেন। ৪০ কোটায় পা দিয়েও তিনি এখনও সিঙ্গল। আর সেটা যে তিনি খুব উপভোগ করেন তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই স্পষ্ট। কারণ প্রায়ই দেখা যায় তিনি বেড়াতে গিয়েছেন। আর সেই ছবি বাগ করছেন ভক্তদের সঙ্গে।

5 / 6
শ্রাবন্তী তিনবার বিয়ে করেছেন। কিন্তু কোনও বিয়েই তাঁর সুখের হয়নি। এই মুহূর্তে তিনি সিঙ্গল বলেই দাবি করেন। তবে বাতাসে রয়েছে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন বলে। তবে তাঁর সোশ্যাল মিডিয়াতে একা বেড়াতে যাওয়ার ছবিই থাকে বেশির ভাগ সময়। এখন তো আবার ছেলে ঝিনুক এবং তাঁর বান্ধবীর সঙ্গে গিয়েছেন বেড়াতে। মনোকিনি পোশাকে সেই বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে।

শ্রাবন্তী তিনবার বিয়ে করেছেন। কিন্তু কোনও বিয়েই তাঁর সুখের হয়নি। এই মুহূর্তে তিনি সিঙ্গল বলেই দাবি করেন। তবে বাতাসে রয়েছে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন বলে। তবে তাঁর সোশ্যাল মিডিয়াতে একা বেড়াতে যাওয়ার ছবিই থাকে বেশির ভাগ সময়। এখন তো আবার ছেলে ঝিনুক এবং তাঁর বান্ধবীর সঙ্গে গিয়েছেন বেড়াতে। মনোকিনি পোশাকে সেই বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla