Bangla News Photo gallery From Virat Kohli to Suryakumar Yadav, these five players to watch out for in India vs Pakistan Asia Cup 2022 clash
Asia Cup 2022: ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে নজর থাকবে বিরাট-সূর্যদের ব্যাটে
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 28, 2022 | 9:00 AM
IND vs PAK: উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যাট হাতে কেরামতি দেখাতে প্রস্তুত ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। এশিয়া কাপে রবিবাসরীয় মেগা ম্যাচে নজরে থাকবেন বিরাট কোহলির পাশাপাশি আর কোন ভারতীয় ব্যাটাররা? দেখুন ছবিতে
1 / 6
উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যাট হাতে কেরামতি দেখাতে প্রস্তুত ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। এশিয়া কাপে রবিবাসরীয় মেগা ম্যাচে নজরে থাকবেন বিরাট কোহলির পাশাপাশি আর কোন ভারতীয় ব্যাটাররা? দেখুন ছবিতে (ছবি-বিসিসিআই টুইটার)
2 / 6
বিরাট কোহলি - ১০০৮ দিনের শতরানের খরা কি এশিয়া কাপের মঞ্চে কাটাতে পারবেন বিরাট কোহলি? ফের পুরনো বিরাটকে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারত-পাক দুই দলের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন কোহলি। বড় মঞ্চে বরাবর জ্বলে ওঠেন কোহলি। যার ফলে তিনি ফর্মে থাকলে নিঃসন্দেহে চাপ বাড়বে পাক শিবিরে। (ছবি-বিসিসিআই টুইটার)
3 / 6
সূর্যকুমার যাদব - ভারতের এই তারকা ব্যাটার যে কোনও ম্যাচের মোড় পাল্টে দিতে পারেন। মিডল অর্ডারে সূর্য যদি বাবরদের ওপর চাপ তৈরি করতে পারেন, তা হলে ভারত অ্যাডভান্টেজ পাবে। স্কাই এই মুহূর্তে টি-২০ ফর্ম্যাটে ভালো ছন্দে রয়েছেন। ইংল্যান্ডে কয়েকদিন আগে সেঞ্চুরিও করেছেন তিনি। টি-২০ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে পাক নেতা বাবরের থেকে সূর্য মাত্র কয়েকটা পয়েন্ট পিছিয়ে রয়েছেন। ফলে সূর্যের তেজে ঝলসে যেতে পারেন শাদাবরা, এই সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। (ছবি-বিসিসিআই টুইটার)
4 / 6
রোহিত শর্মা - পাক দলের কাছে বড় অস্বস্তি হতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১৮ সালে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন হিটম্যান। কাপ দেশে এনেছিল মেন ইন ব্লু। গত বছরের টি-২০ বিশ্বকাপের পর রোহিতের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়ার টি-২০ রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। এশিয়া কাপের ইতিহাসে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ফলে পাক দলের ত্রাস হয়ে উঠতেই পারেন রোহিত। (ছবি-বিসিসিআই টুইটার)
5 / 6
হার্দিক পান্ডিয়া - এই ভারতীয় তারকা অল-রাউন্ডার যে কোনও প্রতিপক্ষকে ঘোল খাওয়ানোর জন্য সব সময় তৈরি থাকেন। হার্দিক চোট সারিয়ে ২২ গজে ফিরে এসেছেন আরও ভয়ঙ্কর হয়ে। ব্যাট হাতে তিনি প্রয়োজনে দলকে ভরসা যেমন দেন, তেমনই তাঁর অল-রাউন্ড দক্ষতা ভারতকে সুবিধে মতো জায়গায় পৌঁছে দেয়। ওডিআই ও টি-২০ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ঝুলিতে ৯টি উইকেটও আছে। (ছবি-বিসিসিআই টুইটার)
6 / 6
দীপক হুডা - ভারত-পাক ম্যাচে একাদশে সুযোগ পেলে দীপক হুডার দিকে বিশেষ নজর রাখতে হবে। ব্যাট হাতে হুডা মারকাটারি ইনিংস যেমন গড়ে দিতে পারেন, বোলিংয়েও হুডা দলকে সাহায্য করতে পারেন। কোনও জুটি ভাঙার জন্য ক্যাপ্টেন তাঁর হাতে বল তুলে দিলে, তিনি হতাশ না করারই চেষ্টা করেন। পাকিস্তানের বিরুদ্ধে হুডার খেলার অভিজ্ঞতা নেই। ফলে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হতে পারে হুডার। এখনও অবধি ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছেন হুডা। তার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরিও। (ছবি-বিসিসিআই টুইটার)