Premier League: নটিংহ্যামের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ফুলহ্যামের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 17, 2022 | 1:36 PM

ভিলা-সাউদাম্পটন ছাড়া ইপিএলের ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট ও ফুলহ্যাম। প্রথমার্ধে ১-০ পিছিয়ে ছিল ফুলহ্যাম। সেখান থেকে দ্বিতীয়ার্ধে শুধু কামব্যাকই করেনি ফুলহ্যাম, ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মার্কো সিলভার ছেলেরা।

1 / 6
ভিলা-সাউদাম্পটন ছাড়া ইপিএলের (EPL) ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট (Nottingham Forest) ও ফুলহ্যাম (Fulham)। প্রথমার্ধে ১-০ পিছিয়ে ছিল ফুলহ্যাম। সেখান থেকে দ্বিতীয়ার্ধে শুধু কামব্যাকই করেনি ফুলহ্যাম, ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মার্কো সিলভার ছেলেরা। (ছবি-ফুলহ্যাম টুইটার)

ভিলা-সাউদাম্পটন ছাড়া ইপিএলের (EPL) ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট (Nottingham Forest) ও ফুলহ্যাম (Fulham)। প্রথমার্ধে ১-০ পিছিয়ে ছিল ফুলহ্যাম। সেখান থেকে দ্বিতীয়ার্ধে শুধু কামব্যাকই করেনি ফুলহ্যাম, ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মার্কো সিলভার ছেলেরা। (ছবি-ফুলহ্যাম টুইটার)

2 / 6
ম্যাচের ১১ মিনিটের মাথায় ইয়েটসের পাস থেকে তাইও আওনিই (Taiwo Awoniyi) গোল করে নটিংহ্যাম ফরেস্টকে এগিয়ে দেন। (ছবি-নটিংহ্যাম ফরেস্ট টুইটার)

ম্যাচের ১১ মিনিটের মাথায় ইয়েটসের পাস থেকে তাইও আওনিই (Taiwo Awoniyi) গোল করে নটিংহ্যাম ফরেস্টকে এগিয়ে দেন। (ছবি-নটিংহ্যাম ফরেস্ট টুইটার)

3 / 6
দ্বিতীয়ার্ধে দারুণ কামব্যাক করে ফুলহ্যাম। ছয় মিনিটের মধ্যে নটিংহ্যামকে ৩ গোল দিয়ে দেয় মার্কো সিলভার দল। ৫৪ মিনিটের মাথায় উইলিয়ানের পাস থেকে বল জালে জড়িয়ে দেন তোসিন আদরবিয়োও (Tosin Adarabioyo)। (ছবি-ফুলহ্যাম টুইটার)

দ্বিতীয়ার্ধে দারুণ কামব্যাক করে ফুলহ্যাম। ছয় মিনিটের মধ্যে নটিংহ্যামকে ৩ গোল দিয়ে দেয় মার্কো সিলভার দল। ৫৪ মিনিটের মাথায় উইলিয়ানের পাস থেকে বল জালে জড়িয়ে দেন তোসিন আদরবিয়োও (Tosin Adarabioyo)। (ছবি-ফুলহ্যাম টুইটার)

4 / 6
৫৭ মিনিটের মাথায় তেতের পাস থেকে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন জোয়াও পালহিনহা (Joao Palhinha)।  (ছবি-ফুলহ্যাম টুইটার)

৫৭ মিনিটের মাথায় তেতের পাস থেকে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন জোয়াও পালহিনহা (Joao Palhinha)। (ছবি-ফুলহ্যাম টুইটার)

5 / 6
২-১ স্কোরলাইন ৬০ মিনিটের মাথায় বদলে দেন হ্যারিসন রিড (Harrison Reed)। ৩-১ গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। (ছবি-ফুলহ্যাম টুইটার)

২-১ স্কোরলাইন ৬০ মিনিটের মাথায় বদলে দেন হ্যারিসন রিড (Harrison Reed)। ৩-১ গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। (ছবি-ফুলহ্যাম টুইটার)

6 / 6
লড়াই ছাড়েনি নটিংহ্যাম। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় নটিংহ্যামের হয়ে গোল ব্যবধান কমান লুইস ও'ব্রায়েন (Lewis O'Brien)। তবে শেষরক্ষা হয়নি ৩-২ হেরে শেষ অবধি মাঠ ছাড়ে নটিংহ্যাম। (ছবি-নটিংহ্যাম ফরেস্ট টুইটার)

লড়াই ছাড়েনি নটিংহ্যাম। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় নটিংহ্যামের হয়ে গোল ব্যবধান কমান লুইস ও'ব্রায়েন (Lewis O'Brien)। তবে শেষরক্ষা হয়নি ৩-২ হেরে শেষ অবধি মাঠ ছাড়ে নটিংহ্যাম। (ছবি-নটিংহ্যাম ফরেস্ট টুইটার)

Next Photo Gallery