Gauahar Khan: স্ত্রী বয়সে বড় হওয়ায় উড়ে এসেছে কটাক্ষ, ট্রোলকে সঙ্গী করেই বিয়ের বর্ষপূর্তি গওহর-জইদের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 26, 2021 | 3:17 AM

প্রেমিক জইদ দরবারের সঙ্গে চুপিচুপি সেরে নিয়েছিলেন বাগদান। আগে থেকে জানতে পারেনি কাকপক্ষীও। তাঁদের বিয়ের জন্মদিনের এক বছর পূর্ণ হল।

1 / 5
অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিন পর প্রেম এসেছিল গওহর খানের জীবনে। প্রেমিক জইদ দরবারের সঙ্গে চুপিচুপি সেরে নিয়েছিলেন বাগদান। আগে থেকে জানতে পারেনি কাকপক্ষীও। তাঁদের বিয়ের জন্মদিনের এক বছর পূর্ণ হল।

অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিন পর প্রেম এসেছিল গওহর খানের জীবনে। প্রেমিক জইদ দরবারের সঙ্গে চুপিচুপি সেরে নিয়েছিলেন বাগদান। আগে থেকে জানতে পারেনি কাকপক্ষীও। তাঁদের বিয়ের জন্মদিনের এক বছর পূর্ণ হল।

2 / 5
সামাজিক মাধ্যমে একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ভেসেছেন প্রেম-জোয়ারে। তবে তাঁদের সম্পর্ক নিয়ে বিয়ের পর কম আলোচনা হয়নি।

সামাজিক মাধ্যমে একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ভেসেছেন প্রেম-জোয়ারে। তবে তাঁদের সম্পর্ক নিয়ে বিয়ের পর কম আলোচনা হয়নি।

3 / 5
গওহর বয়সে জইদের থেকে বেশ কয়েক বছরের বড়। স্ত্রী বড়, স্বামী ছোট হওয়ার কারণে উড়ে এসেছে জুড়ে বসেছে হরেক সমালোচনা।

গওহর বয়সে জইদের থেকে বেশ কয়েক বছরের বড়। স্ত্রী বড়, স্বামী ছোট হওয়ার কারণে উড়ে এসেছে জুড়ে বসেছে হরেক সমালোচনা।

4 / 5
তবে তা নিয়ে কোনওদিনও ভাবিত হননি গওহর। পাত্তা দেননি ট্রোলকেও। স্বামী সঙ্গে খুশি তিনি, বারেবারেই দিয়েছেন সেই বার্তাই।

তবে তা নিয়ে কোনওদিনও ভাবিত হননি গওহর। পাত্তা দেননি ট্রোলকেও। স্বামী সঙ্গে খুশি তিনি, বারেবারেই দিয়েছেন সেই বার্তাই।

5 / 5
জইদ সম্পর্কে সঙ্গীত পরিচালক ইসলাইম দরবারের ছেলে। গওহরকে বৌমা হিসেবে তিনিও যে বেশ খুশি, সে কথা বুঝিয়ে দিয়েছেন একাধিক বার।

জইদ সম্পর্কে সঙ্গীত পরিচালক ইসলাইম দরবারের ছেলে। গওহরকে বৌমা হিসেবে তিনিও যে বেশ খুশি, সে কথা বুঝিয়ে দিয়েছেন একাধিক বার।

Next Photo Gallery