TOKYO OLYMPICS 2020: নিষিদ্ধ স্টেরয়েড নিয়ে নির্বাসিত জর্জিয়ার ১ অ্যাথলিট
অলিম্পিক শেষ হতে চললেও কোভিড আতঙ্ক এখনও কাটেনি। করোনা সংক্রমিত হয়ে অনেক অ্যাথলিটই ছিটকে গেছেন টোকিও গেমস থেকে। এ বার স্টেরয়েড নেওয়ার অপরাধে অলিম্পিক থেকে নির্বাসিত এক অ্যাথলিট। কয়েকদিন আগেই এক মহিলা অ্যাথলিট ডোপ টেস্টে (doping test) ব্যর্থ হওয়ায় তাঁকে নির্বাসনে পাঠায় অলিম্পিক আয়োজক কমিটি। এ বার স্টেরয়েড নিয়ে নির্বাসনের কবলে পড়লেন জর্জিয়ার শট পাটার (shot putter) বেনিক আব্রামিয়ান (Benik Abramyan)।
Most Read Stories