UEFA Women’s EURO Cup 2022: জয়ের হ্যাটট্রিকে ভর করে কোয়ার্টার ফাইনালে জার্মানি

স্টেডিয়াম এমকে-তে মেয়েদের ইউরো কাপের ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছে জার্মানি। এবং এই ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেছেন আলেকজান্দ্রা পপরা। গ্রুপ-বি-র টেবল টপার জার্মানি কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবে গ্রুপ-এ-র দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার বিরুদ্ধে।

| Edited By: | Updated on: Jul 17, 2022 | 9:31 AM
স্টেডিয়াম এমকে-তে মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) ম্যাচে ফিনল্যান্ডের (Finland) বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছে জার্মানি (Germany)। এবং এই ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেছেন আলেকজান্দ্রা পপরা। গ্রুপ-বি-র টেবল টপার জার্মানি কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবে গ্রুপ-এ-র দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার বিরুদ্ধে। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

স্টেডিয়াম এমকে-তে মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) ম্যাচে ফিনল্যান্ডের (Finland) বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছে জার্মানি (Germany)। এবং এই ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেছেন আলেকজান্দ্রা পপরা। গ্রুপ-বি-র টেবল টপার জার্মানি কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবে গ্রুপ-এ-র দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার বিরুদ্ধে। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

1 / 5
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে, ৪০ মিনিটের মাথায় জার্মানির হয়ে প্রথম গোল করেন সোফিয়া ক্লেইনহার্ন (Sophia Kleinherne) (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে, ৪০ মিনিটের মাথায় জার্মানির হয়ে প্রথম গোল করেন সোফিয়া ক্লেইনহার্ন (Sophia Kleinherne) (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

2 / 5
১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানি। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, ৪৮ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল ব্যবধান অধিনায়ক আলেকজান্দ্রা পপ (Alexandra Popp)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানি। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, ৪৮ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল ব্যবধান অধিনায়ক আলেকজান্দ্রা পপ (Alexandra Popp)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

3 / 5
ম্যাচের ৬৩ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামা নিকোল অ্যানোমি (Nicole Anyomi) জার্মানির হয়ে তৃতীয় ও নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

ম্যাচের ৬৩ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামা নিকোল অ্যানোমি (Nicole Anyomi) জার্মানির হয়ে তৃতীয় ও নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

4 / 5
মেয়েদের ইউরো কাপে টানা তিন ম্যাচে গোল করা দ্বিতীয় প্লেয়ার হলেন জার্মানির অধিনায়ক আলেকজান্দ্রা পপ। বুধবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে গ্রুপ-বি-র টেবল টপার জার্মানি নামবে গ্রুপ-এ-র দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার বিরুদ্ধে। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

মেয়েদের ইউরো কাপে টানা তিন ম্যাচে গোল করা দ্বিতীয় প্লেয়ার হলেন জার্মানির অধিনায়ক আলেকজান্দ্রা পপ। বুধবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে গ্রুপ-বি-র টেবল টপার জার্মানি নামবে গ্রুপ-এ-র দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার বিরুদ্ধে। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

5 / 5
Follow Us: