UEFA Women’s EURO Cup 2022: আলেকজান্দ্রা পপের জোড়া গোলে নবম খেতাবের সামনে জার্মানি

মেয়েদের ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারাল জার্মানি। অধিনায়ক আলেকজান্দ্রা পপের জোড়া গোলের সুবাদে নবম খেতাবের সামনে দাঁড়িয়ে জার্মানি। যদিও সেমিফাইনালে গোলদর্শন হয়নি ফ্রান্সের। মেরলে ফ্রোয়েমসের একখানা আত্মঘাতী গোলের কারণে ফ্রান্স একটা সময় সমতায় ফিরেছিল। কিন্তু জার্মানিকে শেষ অবধি উদ্ধার করে তাদের অধিনায়ক। এ বার ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড।

| Edited By: | Updated on: Jul 28, 2022 | 10:12 AM
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) সেমিফাইনালে ফ্রান্সকে (France) ২-১ ব্যবধানে হারাল জার্মানি (Germany)। অধিনায়ক আলেকজান্দ্রা পপের জোড়া গোলের সুবাদে নবম খেতাবের সামনে দাঁড়িয়ে জার্মানি। যদিও সেমিফাইনালে গোলদর্শন হয়নি ফ্রান্সের। মেরলে ফ্রোয়েমসের একখানা আত্মঘাতী গোলের কারণে ফ্রান্স একটা সময় সমতায় ফিরেছিল। কিন্তু জার্মানিকে শেষ অবধি উদ্ধার করে তাদের অধিনায়ক। এ বার ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) সেমিফাইনালে ফ্রান্সকে (France) ২-১ ব্যবধানে হারাল জার্মানি (Germany)। অধিনায়ক আলেকজান্দ্রা পপের জোড়া গোলের সুবাদে নবম খেতাবের সামনে দাঁড়িয়ে জার্মানি। যদিও সেমিফাইনালে গোলদর্শন হয়নি ফ্রান্সের। মেরলে ফ্রোয়েমসের একখানা আত্মঘাতী গোলের কারণে ফ্রান্স একটা সময় সমতায় ফিরেছিল। কিন্তু জার্মানিকে শেষ অবধি উদ্ধার করে তাদের অধিনায়ক। এ বার ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

1 / 5
ম্যাচের ৪০ মিনিটের মাথায় জার্মানির হয়ে প্রথম গোল অধিনায়ক আলেকজান্দ্রা পপের। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

ম্যাচের ৪০ মিনিটের মাথায় জার্মানির হয়ে প্রথম গোল অধিনায়ক আলেকজান্দ্রা পপের। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

2 / 5
তবে ৪৪ মিনিটের মধ্যে সমতায় মেরলের আত্মঘাতী গোলে ফেরে ফ্রান্স। কাদিদিয়াতু দিয়ানির মারা বল পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু একটু পরই জার্মানির মেরলে ফ্রোয়েমসের (Merle Frohms) গায়ে বল লেগে গোল হয়ে যায়। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

তবে ৪৪ মিনিটের মধ্যে সমতায় মেরলের আত্মঘাতী গোলে ফেরে ফ্রান্স। কাদিদিয়াতু দিয়ানির মারা বল পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু একটু পরই জার্মানির মেরলে ফ্রোয়েমসের (Merle Frohms) গায়ে বল লেগে গোল হয়ে যায়। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

3 / 5
৭৬ মিনিটের মাথায় জার্মানিকে ফের এগিয়ে দেন অধিনায়ক আলেকজান্দ্রা পপ। এবং তাঁরই জোড়া গোলের সুবাদে ফাইনালে ওঠে জার্মানি। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

৭৬ মিনিটের মাথায় জার্মানিকে ফের এগিয়ে দেন অধিনায়ক আলেকজান্দ্রা পপ। এবং তাঁরই জোড়া গোলের সুবাদে ফাইনালে ওঠে জার্মানি। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

4 / 5
 এ বার মেয়েদের ইউরো কাপের ফাইনালে ৩১ জুলাই জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড। টুর্নামেন্টের ফাইনাল হবে ওয়েম্বলি স্টেডিয়ামে। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

এ বার মেয়েদের ইউরো কাপের ফাইনালে ৩১ জুলাই জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড। টুর্নামেন্টের ফাইনাল হবে ওয়েম্বলি স্টেডিয়ামে। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

5 / 5
Follow Us: