Bangla NewsPhoto gallery Germany chose a £19,000 a night luxury resort as their World Cup base in Qatar
FIFA World Cup 2022 : এক রাতের খরচ সাড়ে ১৮ লক্ষ টাকা! জার্মানি দল থাকছে সমুদ্রতীরের বিলাসবহুল রিসর্টে
Germany : ফুটবল বিশ্বকাপ খেলতে বেশ কিছুদিন আগেই কাতারে পৌঁছে গিয়েছে জার্মান ফুটবল দল। সেখানে বিলাসবহুল হোটেলে থাকছেন জার্মানির ফুটবলাররা। গত কয়েকদিন ধরে প্রস্তুতিও সারছে জার্মানি। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ জাপান।