FIFA World Cup 2022: ফুটবল কে ভালোবেসে গান বাঁধলেন এক ফ্যান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 02, 2022 | 8:12 PM

গানটির নাম 'This is us'। ইতিমধ্যেই এই গান জনপ্রিয় হয়ে উঠেছে।

1 / 5
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলে যাত্রা শুরু ঘানার। দক্ষিণ আফ্রিকার এই দেশের প্রাপ্তির ঝুলি বেশ লম্বা। চারবারের আফ্রিকান চ্যাম্পিয়নশিপ জয়ী ঘানা, দু-বার অনূর্ধ্ব ১৭ ও ফিফা অনূর্ধ্ব ২০'র 
বিশ্বকাপের শিরোপাও অর্জন করেছে। ছবি: টুইটার

২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলে যাত্রা শুরু ঘানার। দক্ষিণ আফ্রিকার এই দেশের প্রাপ্তির ঝুলি বেশ লম্বা। চারবারের আফ্রিকান চ্যাম্পিয়নশিপ জয়ী ঘানা, দু-বার অনূর্ধ্ব ১৭ ও ফিফা অনূর্ধ্ব ২০'র বিশ্বকাপের শিরোপাও অর্জন করেছে। ছবি: টুইটার

2 / 5
ঘানায় ফুটবল অনেকটা উৎসবের মতো উদযাপিত হয়। ঘানার মানুষের কাছে ভালবাসা মানেই ফুটবল। ফুটবলকে ভালোবেসে ঘানারই এক বাসিন্দা গ্রেস অ্যাশাই তাঁদের ভাষাতে একটি গান বেঁধেছেন। গানটির নাম 'This is us'। ইতিমধ্যেই এই গান জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি: টুইটার

ঘানায় ফুটবল অনেকটা উৎসবের মতো উদযাপিত হয়। ঘানার মানুষের কাছে ভালবাসা মানেই ফুটবল। ফুটবলকে ভালোবেসে ঘানারই এক বাসিন্দা গ্রেস অ্যাশাই তাঁদের ভাষাতে একটি গান বেঁধেছেন। গানটির নাম 'This is us'। ইতিমধ্যেই এই গান জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি: টুইটার

3 / 5
ঘানার ফুটবলারদের ড্রেসিংরুম থেকে শুরু করে টিম বাস, রাস্তাঘাট--- সর্বত্র কান পাতলে শোনা যাচ্ছে এই গান। ঘানার রঙিন গ্যালারি মাতাচ্ছে এই গান। দেশের প্রতি ভালোবাসা থেকে এই গান রচনা করা হয়েছে বলে জানিয়েছেন এই ব্যাক্তি। ছবি: টুইটার

ঘানার ফুটবলারদের ড্রেসিংরুম থেকে শুরু করে টিম বাস, রাস্তাঘাট--- সর্বত্র কান পাতলে শোনা যাচ্ছে এই গান। ঘানার রঙিন গ্যালারি মাতাচ্ছে এই গান। দেশের প্রতি ভালোবাসা থেকে এই গান রচনা করা হয়েছে বলে জানিয়েছেন এই ব্যাক্তি। ছবি: টুইটার

4 / 5
অ্যাশাই এর আগে দেশের জন্য আরও ৫টি গান বানিয়েছেন। এর জন্য তিনি 
প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কারও পেয়েছেন। তাঁর এই গানের মাধ্যমে আরও উজ্জীবিত হচ্ছে ঘানার ফুটবল। ছবি: টুইটার

অ্যাশাই এর আগে দেশের জন্য আরও ৫টি গান বানিয়েছেন। এর জন্য তিনি প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কারও পেয়েছেন। তাঁর এই গানের মাধ্যমে আরও উজ্জীবিত হচ্ছে ঘানার ফুটবল। ছবি: টুইটার

5 / 5
চতুর্থতম বিশ্বকাপে অংশ নিয়েছে ঘানা। দক্ষিন কোরিয়াকে পরাস্ত করে ইতিমধ্যেই ৩ পয়েন্টে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। উরুগুয়েকে পরাস্ত করতে পারলে শেষ ষোলো'য় জায়গা করে নেবে ঘানা।  ছবি: টুইটার

চতুর্থতম বিশ্বকাপে অংশ নিয়েছে ঘানা। দক্ষিন কোরিয়াকে পরাস্ত করে ইতিমধ্যেই ৩ পয়েন্টে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। উরুগুয়েকে পরাস্ত করতে পারলে শেষ ষোলো'য় জায়গা করে নেবে ঘানা। ছবি: টুইটার

Next Photo Gallery