Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2022: এক ফ্রেমে গোটা পরিবার, ঘুরে দেখুন মল্লিকবাড়ির দুর্গাপুজো, রইল ছবি

Koel Mallick: ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোর কথা কে না জানে? বছরের এই সময়টার জন্য সকলেই উদগ্রীব হয়ে থাকেন। ব্যস্ত অভিনেত্রী কোয়েল মল্লিক ওই বাড়িরই সদস্য। তবে এ ক'দিন তাঁরও ছুটি। এবারের পুজো কীভাবে পালিত হচ্ছে সেখানে? ছবিতে দেখে নিন।

| Edited By: | Updated on: Oct 02, 2022 | 3:45 PM
ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোর কথা কে না জানে? বছরের এই সময়টার জন্য সকলেই উদগ্রীব হয়ে থাকেন। ব্যস্ত অভিনেত্রী কোয়েল মল্লিক ওই বাড়িরই সদস্য। তবে এ ক'দিন তাঁরও ছুটি। এবারের পুজো কীভাবে পালিত হচ্ছে সেখানে? ছবিতে দেখে নিন।

ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোর কথা কে না জানে? বছরের এই সময়টার জন্য সকলেই উদগ্রীব হয়ে থাকেন। ব্যস্ত অভিনেত্রী কোয়েল মল্লিক ওই বাড়িরই সদস্য। তবে এ ক'দিন তাঁরও ছুটি। এবারের পুজো কীভাবে পালিত হচ্ছে সেখানে? ছবিতে দেখে নিন।

1 / 6
মহাষষ্ঠীর দিনেই সেখানে হাজির বাড়ির মেয়ে কোয়েল। সঙ্গে বাবা-মা। আর অবশ্যই রয়েছে স্বামী নিসপাল রানে। সাবেকি পোশাকে বাড়ির দালানে বসেই চলেছে ফটোশুট।

মহাষষ্ঠীর দিনেই সেখানে হাজির বাড়ির মেয়ে কোয়েল। সঙ্গে বাবা-মা। আর অবশ্যই রয়েছে স্বামী নিসপাল রানে। সাবেকি পোশাকে বাড়ির দালানে বসেই চলেছে ফটোশুট।

2 / 6
শুটের ফাঁকে বাবার চুল ঠিক করে দিতেও ভোলেননি একমাত্র মেয়ে। মা'কে নিজের হাতে সাজান বাড়ির সদস্যেরা। এবারেও দেখা গিয়েছে সেই একই ট্রেন্ড। পুজোর কাজে হাত লাগিয়েছেন কোয়েল নিজেও।

শুটের ফাঁকে বাবার চুল ঠিক করে দিতেও ভোলেননি একমাত্র মেয়ে। মা'কে নিজের হাতে সাজান বাড়ির সদস্যেরা। এবারেও দেখা গিয়েছে সেই একই ট্রেন্ড। পুজোর কাজে হাত লাগিয়েছেন কোয়েল নিজেও।

3 / 6
পুজো মানেই প্রেম, আর সেই প্রেমই ফ্রেমবন্দী হয়েছে এবারেও। এমনিতে পিডিএ-তে বিশেষ বিশ্বাসী নন, এই সেলিব্রিটি জুটি। তবু উৎসবের মরসুম প্রেম কি আর বাধা মানে?

পুজো মানেই প্রেম, আর সেই প্রেমই ফ্রেমবন্দী হয়েছে এবারেও। এমনিতে পিডিএ-তে বিশেষ বিশ্বাসী নন, এই সেলিব্রিটি জুটি। তবু উৎসবের মরসুম প্রেম কি আর বাধা মানে?

4 / 6
অনুরাগীদের জন্য কোয়েল দিয়েছেন এক ছোট্ট বার্তাও। তিনি বলেন, "দারুণ কাটুক পুজো। ভুরিভোজ চলুক। একই সঙ্গে চলুক আড্ডাও"। সকলকে সুস্থ থাকার বার্তাও দিয়েছেন তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন একটি ছোট্ট কথাও।

অনুরাগীদের জন্য কোয়েল দিয়েছেন এক ছোট্ট বার্তাও। তিনি বলেন, "দারুণ কাটুক পুজো। ভুরিভোজ চলুক। একই সঙ্গে চলুক আড্ডাও"। সকলকে সুস্থ থাকার বার্তাও দিয়েছেন তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন একটি ছোট্ট কথাও।

5 / 6
এ বছর পুজোতে একই সঙ্গে মুক্তি পেয়েছে চার-চারটে বাংলা ছবি। বাংলা ছবির খারাপ সময়ে সবাই যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিগুলি দেখেন সে অনুরোধও জানিয়েছেন অভিনেত্রী।

এ বছর পুজোতে একই সঙ্গে মুক্তি পেয়েছে চার-চারটে বাংলা ছবি। বাংলা ছবির খারাপ সময়ে সবাই যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিগুলি দেখেন সে অনুরোধও জানিয়েছেন অভিনেত্রী।

6 / 6
Follow Us: