Serena Williams: খাতায়-কলমে ‘দ্বিতীয়’ হয়েই টেনিসকে আলবিদা জানাবেন সেরেনা?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 10, 2022 | 7:30 AM

একটা সময় ছিল যখন মেয়েদের টেনিসে একচেটিয়া আধিপত্য ছিল সেরেনা উইলিয়ামসের। সেই দাপটেই তাঁর গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা ২৩টিতে এনে দাঁড় করিয়েছে। কিন্তু তারপর...

1 / 5
একটা সময়ে মেয়েদের টেনিসে একচেটিয়া আধিপত্য ছিল সেরেনা উইলিয়ামসের। সেই দাপটই তাঁর গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা ২৩টিতে এনে দাঁড় করিয়েছে। কিন্তু তারপর...

একটা সময়ে মেয়েদের টেনিসে একচেটিয়া আধিপত্য ছিল সেরেনা উইলিয়ামসের। সেই দাপটই তাঁর গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা ২৩টিতে এনে দাঁড় করিয়েছে। কিন্তু তারপর...

2 / 5
দীর্ঘ পাঁচটা বছর ধরে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খোঁজে মার্কিন টেনিস তারকা। একাধিকবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও খেতাব জয় অধরা। কিছুদিনের মধ্যেই অবসর নিতে চলেছেন সেরেনা। তাঁর পরিকল্পনা শুনে চোখ কপালে অনুরাগীদের।(ছবি:টুইটার)

দীর্ঘ পাঁচটা বছর ধরে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খোঁজে মার্কিন টেনিস তারকা। একাধিকবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও খেতাব জয় অধরা। কিছুদিনের মধ্যেই অবসর নিতে চলেছেন সেরেনা। তাঁর পরিকল্পনা শুনে চোখ কপালে অনুরাগীদের।(ছবি:টুইটার)

3 / 5
তাহলে কি মার্গারেট কোর্টকে ছোঁয়া হবে না? ২৩ বছরের বর্ণময় কেরিয়ারের শেষে মেয়েদের টেনিসের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর তকমাটা পাবেন না?(ছবি:টুইটার)

তাহলে কি মার্গারেট কোর্টকে ছোঁয়া হবে না? ২৩ বছরের বর্ণময় কেরিয়ারের শেষে মেয়েদের টেনিসের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর তকমাটা পাবেন না?(ছবি:টুইটার)

4 / 5
উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। ইউ এস ওপেনেও তেমন অঘটন ঘটলে আর কিছুই করার থাকবে না। দ্বিতীয় হয়ে টেনিস কোর্টকে বিদায় জানাতে হবে। তিনি যে কিংবদন্তি তাতে কারও দ্বিমত নেই। তবে খাতায় কলমে হয়তো সেটা সম্ভব নয়। (ছবি:টুইটার)

উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। ইউ এস ওপেনেও তেমন অঘটন ঘটলে আর কিছুই করার থাকবে না। দ্বিতীয় হয়ে টেনিস কোর্টকে বিদায় জানাতে হবে। তিনি যে কিংবদন্তি তাতে কারও দ্বিমত নেই। তবে খাতায় কলমে হয়তো সেটা সম্ভব নয়। (ছবি:টুইটার)

5 / 5
২৩টি সিঙ্গলস ছাড়া সেরেনার কেরিয়ারে রয়েছে মোট ১৬টি ডাবলস এবং মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ৩ বার অলিম্পিক পদক জয়ের নজিরও রয়েছে সেরেনার ঝুলিতে।(ছবি:টুইটার)

২৩টি সিঙ্গলস ছাড়া সেরেনার কেরিয়ারে রয়েছে মোট ১৬টি ডাবলস এবং মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ৩ বার অলিম্পিক পদক জয়ের নজিরও রয়েছে সেরেনার ঝুলিতে।(ছবি:টুইটার)

Next Photo Gallery