Nepal Tourism: নেপালে ট্রেকিং করবেন? জেনে নিন সবচেয়ে রোমাঞ্চকর জায়গাগুলির হদিশ…

TV9 Bangla Digital | Edited By: aryama das

Oct 26, 2021 | 3:23 PM

এভারেস্টের একদম কোলে রয়েছে পাহাড়ে ঘেরা উপত্যকা নেপাল। নেপালে এভারেস্টের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় এবং রোমাঞ্চকর রাইড পাবেন আপনি। হোয়াইট ওয়াটার রাফটিং, রক ক্লাইম্বিং থেকে শুরু করে বাঞ্জি জাম্পিং, জলপ্রপাত, আইস ক্লাইম্বিং, এছাড়াও দেশটিতে দেখার অনেক কিছুই রয়েছে...

1 / 5
সান কোসিতে হোয়াইট ওয়াটার রাফ্টিং:
জলের রাইড যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য সান কোসি নদী একেবারেই সঠিক জায়গা। এখানে অ্যাডভেঞ্চারপ্রেমীরা নেপালের স্বচ্ছ জলের সান কোসি নদীতে হোয়াইট ওয়াটার রাফটিং উপভোগ করতে পারেন। হোয়াইটওয়াটার রাফটিং করার জন্য এটি বিশ্বের শীর্ষস্থানীয় স্থানগুলির মধ্যে একটি হিসাবে বলা হয়।

সান কোসিতে হোয়াইট ওয়াটার রাফ্টিং: জলের রাইড যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য সান কোসি নদী একেবারেই সঠিক জায়গা। এখানে অ্যাডভেঞ্চারপ্রেমীরা নেপালের স্বচ্ছ জলের সান কোসি নদীতে হোয়াইট ওয়াটার রাফটিং উপভোগ করতে পারেন। হোয়াইটওয়াটার রাফটিং করার জন্য এটি বিশ্বের শীর্ষস্থানীয় স্থানগুলির মধ্যে একটি হিসাবে বলা হয়।

2 / 5
অন্নপূর্ণা স্যাংচুয়ারিতে ওয়াটারফল আইস ক্লাইম্বিং:
এই রাইড সবার জন্য নয়। অনাবিষ্কৃত অ্যাডভেঞ্চারগুলির মধ্যে ধরা হয় এটিকে।  জলপ্রপাতের জমা জল বরফ হয়ে গেলে, সেই বরফের চাঁই ধরে আরোহণ করা কিন্তু ভীষণভাবেই চ্যালেঞ্জিং।

অন্নপূর্ণা স্যাংচুয়ারিতে ওয়াটারফল আইস ক্লাইম্বিং: এই রাইড সবার জন্য নয়। অনাবিষ্কৃত অ্যাডভেঞ্চারগুলির মধ্যে ধরা হয় এটিকে। জলপ্রপাতের জমা জল বরফ হয়ে গেলে, সেই বরফের চাঁই ধরে আরোহণ করা কিন্তু ভীষণভাবেই চ্যালেঞ্জিং।

3 / 5
হাতিবানে রক ক্লাইম্বিং:
নেপালের হাতিবান একটি মনোরম গ্রাম যা রক ক্লাইম্বিংয়ের জন্য বিখ্যাত। গ্রামটি কাঠমান্ডুর কাছাকাছি অবস্থিত এবং অ্যাডভেঞ্চার প্রেমীরা রক ক্লাইম্বিং করার জন্য এই গ্রাম পছন্দ করে থাকে।

হাতিবানে রক ক্লাইম্বিং: নেপালের হাতিবান একটি মনোরম গ্রাম যা রক ক্লাইম্বিংয়ের জন্য বিখ্যাত। গ্রামটি কাঠমান্ডুর কাছাকাছি অবস্থিত এবং অ্যাডভেঞ্চার প্রেমীরা রক ক্লাইম্বিং করার জন্য এই গ্রাম পছন্দ করে থাকে।

4 / 5
পোখড়ায় প্যারাগলাইডিং:
নেপালের পোখরার একটি অপরিসীম ধর্মীয় মূল্য রয়েছে। তবে গন্তব্যটি অ্যাডভেঞ্চারপ্রেমীরা ভীষণ পছন্দ করে। পোখরায় প্যারাগ্লাইডিং করে পাখির মতো স্বাধীনভাবে উড়তে পারেন আপনি। এলাকাটিকে নিরাপদ এবং প্যারাগ্লাইডারদের জন্য উপযুক্ত বলে মনে করা হয়।

পোখড়ায় প্যারাগলাইডিং: নেপালের পোখরার একটি অপরিসীম ধর্মীয় মূল্য রয়েছে। তবে গন্তব্যটি অ্যাডভেঞ্চারপ্রেমীরা ভীষণ পছন্দ করে। পোখরায় প্যারাগ্লাইডিং করে পাখির মতো স্বাধীনভাবে উড়তে পারেন আপনি। এলাকাটিকে নিরাপদ এবং প্যারাগ্লাইডারদের জন্য উপযুক্ত বলে মনে করা হয়।

5 / 5
৫) মুস্তাং-এ মাউন্টেন বাইকিং:
নেপালের অ্যাডভেঞ্চার ট্যুরিজম তালিকায় মুস্তাং একটি গুরুত্বপূর্ণ স্থান অবশ্যই। সুগম পার্বত্য অঞ্চলের কারণে এই অঞ্চলটি বিশ্বজুড়ে পর্বত বাইকারদের আকর্ষণ করে।

৫) মুস্তাং-এ মাউন্টেন বাইকিং: নেপালের অ্যাডভেঞ্চার ট্যুরিজম তালিকায় মুস্তাং একটি গুরুত্বপূর্ণ স্থান অবশ্যই। সুগম পার্বত্য অঞ্চলের কারণে এই অঞ্চলটি বিশ্বজুড়ে পর্বত বাইকারদের আকর্ষণ করে।

Next Photo Gallery