TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল
Dec 06, 2022 | 11:59 AM
মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫,৪৪৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৪৩,৫৮৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫৪,৪৮০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৪,৮০০ টাকা।
সোনার দামে লাগাম পড়ানো যাচ্ছে না। প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে হলুদ ধাতুর দর (Gold Price Today)। এতে কপালে ভাঁজ পড়েছে ক্রেতাদের। সপ্তাহের প্রথম দিনেই অনেকটা হারে বাড়ল সোনার দর। তবে রুপোর দামে (Silver Price Today) এদিন কোনও পরিবর্তন দেখা যায়নি।
জানুয়ারির প্রথম থেকেই সোনার দাম বেড়ে চলেছে। এবার পরপর দু'দিন দাম কমল হলুদ ধাতুর। দাম কমল সোনার। আজ ১ কেজি রুপোর দাম কমে রয়েছে ৭১,৫০০ টাকা।
এ দিন বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৪০.৫৩ মার্কিন ডলার। আর বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫২.২৩ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও চড়চড়িয়ে বাড়ছে সোনার দর।
এদিন দাম কমেছে রুপোরও। মঙ্গলবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৬ হাজার টাকা।
এদিন গত ১ বছরে এদিন সর্বোচ্চ হয়েছে সোনার দর। শুধু তাই নয় গত সাত বছরে সর্বোচ্চ হল সোনার দাম। এই এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।