TV9 Bangla Digital | Edited By: megha
Oct 24, 2021 | 3:54 PM
নৈনিতাল: দিল্লি থেকে মাত্র ৭-৮ ঘণ্টার রাস্তা নৈনিতাল। লেকের ধারের গরম কফিতে চুমুক দিয়ে দিব্যি উপভোগ করতে পারেন পাহাড়ি সৌন্দর্য।
রানীখেত: নৈনিতাল দু ঘণ্টা গাড়ি চালিয়েই পৌঁছে যেতে পারেন রানীখেত। পাইন গাছে ঘেরা ছোট্ট শহর রানীখেত। যদি এখানের হোটেলের খরচ অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি।
আলমোড়া: নৈনিতাল থেকে ঘণ্টা পাঁচেকের দূরত্বে অবস্থিত আলমোড়া। তারই মাঝে যদিও আপনি পেয়ে যাবেন রানীখেতকেও। নন্দাদেবী পাহাড়ের দৃশ্য যদি পাহাড়ি শহর থেকে দেখতে চান তাহলে আলমোড়ার থেকে ভাল কোনও জায়গা হয় না।
দেরাদুন: উত্তরাখণ্ড বেড়াতে যেতে চান আর সেখানে দেরাদুন বাদ থাকে কী করে বলুন! পাহাড়ি শহর তথা এই রাজ্যের রাজধানীর সৌন্দর্য শব্দে ব্যাখ্যা করা একটু কঠিন।
মুসৌরি: আপনি যদি রাস্কিন বন্ডের গল্পের ফ্যান হন তাহলে তো অবশ্যই যেতে হবে মুসৌরি। কুইন অফ হিলস দেরাদুন থেকে মাত্র ৪০ কিমি দূরে অবস্থিত।
ঋষিকেশ: অ্যাডভেঞ্চার ভালবাসেন? তাহলে কোনও ভাবেই বাদ দেবেন না ঋষিকেশকে। এখানে নদীতে রিভার রাফটিং থেকে শুরু করে, নদীর তীরে ক্যাম্পিং করতে পারবেন না।