Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: লক্ষ্মীর কৃপা পেতে প্রতি রবিবার তুলসী গাছে ভুলেও এই কাজ করবেন না!

Tulsi Plant: বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে তুলসী গাছ জন্মানোর জন্য উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিক বেছে নেওয়া উচিত। এই দিকে তুলসী গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তির সৃষ্টি হয়।

| Edited By: | Updated on: May 29, 2022 | 1:12 PM
প্রাচীন কাল থেকেই বাড়তেই তুলসীর চারা রোপণ করে প্রতিদিন তাতে জল দেওয়ার প্রথা রয়েছে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়।

প্রাচীন কাল থেকেই বাড়তেই তুলসীর চারা রোপণ করে প্রতিদিন তাতে জল দেওয়ার প্রথা রয়েছে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়।

1 / 7
শাস্ত্র অনুসারে, প্রতি রবিবার ও একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য উপবাস পালন করে তুলসী। তাই একাদসীতে তুলসীকে জল নিবেদন করা উচিত নয়।

শাস্ত্র অনুসারে, প্রতি রবিবার ও একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য উপবাস পালন করে তুলসী। তাই একাদসীতে তুলসীকে জল নিবেদন করা উচিত নয়।

2 / 7
নখ দিয়ে কখনও তুলসী পাতা ভাঙবেন না। তবে আঙুলের ডগা দিয়ে খুব সহজেই ভেঙে ফেলা যায়। তুলসী পাতা সবসময় এমন ভাবে ভাঙতে হবে যাতে গোটা গাছের কোনও ক্ষতি না হয়।

নখ দিয়ে কখনও তুলসী পাতা ভাঙবেন না। তবে আঙুলের ডগা দিয়ে খুব সহজেই ভেঙে ফেলা যায়। তুলসী পাতা সবসময় এমন ভাবে ভাঙতে হবে যাতে গোটা গাছের কোনও ক্ষতি না হয়।

3 / 7
তুলসী গাছে সবদিক থেকেই উপকারী। উত্তর-পূর্ব বা পূর্ব দিকে লাগানো উচিত। বাড়ির দক্ষিণ অংশে কখনও তুলসী গাছ লাগাবেন না।

তুলসী গাছে সবদিক থেকেই উপকারী। উত্তর-পূর্ব বা পূর্ব দিকে লাগানো উচিত। বাড়ির দক্ষিণ অংশে কখনও তুলসী গাছ লাগাবেন না।

4 / 7
তুলসী গাছকে হিন্দুশাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এর চারপাশে ময়লা জমতে দেবেন না। তাতে জীবনে নানা সমস্যা তৈরি হতে পারে।

তুলসী গাছকে হিন্দুশাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এর চারপাশে ময়লা জমতে দেবেন না। তাতে জীবনে নানা সমস্যা তৈরি হতে পারে।

5 / 7
স্নান না করে কখনও তুলসী গাছে হাত দেবেন না। জুতো বা চপ্পল পরে কখনও তুলসী গাছে স্পর্শ করবেন না। এতে দেবী লক্ষ্মী অক্ষুন্ন হোন।

স্নান না করে কখনও তুলসী গাছে হাত দেবেন না। জুতো বা চপ্পল পরে কখনও তুলসী গাছে স্পর্শ করবেন না। এতে দেবী লক্ষ্মী অক্ষুন্ন হোন।

6 / 7
 যাঁরা বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ ঢালেন, রবিবার বাদ দিয়ে প্রতি সন্ধ্যায় ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন, তাঁদের গৃহে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে বলে মনে করা হয়।

যাঁরা বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ ঢালেন, রবিবার বাদ দিয়ে প্রতি সন্ধ্যায় ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন, তাঁদের গৃহে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে বলে মনে করা হয়।

7 / 7
Follow Us: