Emami Eastbengal: গোলখরা রুখতে ইস্টবেঙ্গলে নতুন স্ট্রাইকার
Haokip: ডুরান্ড কাপে প্রথম তিনটি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। প্রথম দু ম্যাচে গোলশূন্য ড্র। ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ১ গোলে হার। অনেক দেরীতে দলগঠন প্রক্রিয়া শুরু হওয়ায় এখনও গুছিয়ে উঠতে পারেনি স্টিফেন কনস্ট্যানটাইন। সেই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে সেম্বই হাওকিপকে সই করাল ইস্টবেঙ্গল।