Happy birthday Arunima Sinha: ট্রেন থেকে ছুড়ে ফেলেছিল ডাকাতরা, কৃত্রিম পা নিয়ে সাত শৃঙ্গ জয়ী অরুণিমা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 20, 2022 | 8:27 PM

প্যারা মিলিটারিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। লখনউয়ের ভলিবল খেলোয়াড় অরুণিমা সিনহা চেপে বসেছিলেন দিল্লিগামী পদ্মাবতী এক্সপ্রেসে। সালটা ২০১১। মাঝরাতে ট্রেনে উঠল একদল ডাকাত। রাতের অন্ধকারে ঝটাপটি, ধস্তাধস্তি। ট্রেন থেকে ছিটকে পড়লেন পাশের ট্র্যাকে। ১৮০ ডিগ্রি ঘুরে গেল অরুণিমা সিনহার জীবন।

1 / 6
প্যারা মিলিটারিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। লখনউয়ের ভলিবল খেলোয়াড় অরুণিমা সিনহা চেপে বসেছিলেন দিল্লিগামী পদ্মাবতী এক্সপ্রেসে। সালটা ২০১১। মাঝরাতে ট্রেনে উঠল একদল ডাকাত। রাতের অন্ধকারে ঝটাপটি, ধস্তাধস্তি। ট্রেন থেকে ছিটকে পড়লেন পাশের ট্র্যাকে। ১৮০ ডিগ্রি ঘুরে গেল অরুণিমা সিনহার জীবন। (ছবি:ইনস্টাগ্রাম)

প্যারা মিলিটারিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। লখনউয়ের ভলিবল খেলোয়াড় অরুণিমা সিনহা চেপে বসেছিলেন দিল্লিগামী পদ্মাবতী এক্সপ্রেসে। সালটা ২০১১। মাঝরাতে ট্রেনে উঠল একদল ডাকাত। রাতের অন্ধকারে ঝটাপটি, ধস্তাধস্তি। ট্রেন থেকে ছিটকে পড়লেন পাশের ট্র্যাকে। ১৮০ ডিগ্রি ঘুরে গেল অরুণিমা সিনহার জীবন। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
রাত তখন বেশ গভীর। চকিতে ঘুমের ঘোর কেটে যায় অরুণিমার। ট্রেনের মধ্যে মানুষজনের চলাফেরার শব্দ পাচ্ছিলেন। লোকগুলো যে ডাকাত তা বুঝতে অসুবিধে হয়নি। অরুণিমার গলার সোনার চেনে টান দিতেই ঝাঁপিয়ে পড়েন ডাকাতদের উপর। প্রবল ধস্তাধস্তির সময় ট্রেনের দরজা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পাশের লাইনে আসছিল ট্রেন। প্রাণ বাঁচলেও অস্ত্রোপচারে বাদ পড়ে বাঁ পা। ডান পা এবং শিরদাঁড়া ক্ষতিগ্রস্ত হয়।(ছবি:ইনস্টাগ্রাম)

রাত তখন বেশ গভীর। চকিতে ঘুমের ঘোর কেটে যায় অরুণিমার। ট্রেনের মধ্যে মানুষজনের চলাফেরার শব্দ পাচ্ছিলেন। লোকগুলো যে ডাকাত তা বুঝতে অসুবিধে হয়নি। অরুণিমার গলার সোনার চেনে টান দিতেই ঝাঁপিয়ে পড়েন ডাকাতদের উপর। প্রবল ধস্তাধস্তির সময় ট্রেনের দরজা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পাশের লাইনে আসছিল ট্রেন। প্রাণ বাঁচলেও অস্ত্রোপচারে বাদ পড়ে বাঁ পা। ডান পা এবং শিরদাঁড়া ক্ষতিগ্রস্ত হয়।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
প্যারামিলিটারিতে যোগ দেওয়ার স্বপ্ন তখন দূরের বস্তু। আর কাঠের পা নিয়ে অন্তত ভলিবলটা খেলা যায় না। একদিন খবরে দেখলেন এভারেস্ট জয়ের খবর। বাচেন্দ্রি পাল সম্পর্কে জানলেন খুঁটিয়ে। যোগাযোগ করলেন। ডাকাবুকো অরুণিমা ছকে নিলেন তাঁর ভবিষ্যৎ লক্ষ্য। অঙ্গচ্ছেদের শারীরিক ও মানসিক যন্ত্রণা ভুলে উত্তরকাশীতে নিজেকে অনুশীলনে ডুবিয়ে দিলেন। মারণ ক্যানসারকে হারানো যুবরাজ সিং ছিলেন অরুণিমার অনুপ্রেরণা।(ছবি:ইনস্টাগ্রাম)

প্যারামিলিটারিতে যোগ দেওয়ার স্বপ্ন তখন দূরের বস্তু। আর কাঠের পা নিয়ে অন্তত ভলিবলটা খেলা যায় না। একদিন খবরে দেখলেন এভারেস্ট জয়ের খবর। বাচেন্দ্রি পাল সম্পর্কে জানলেন খুঁটিয়ে। যোগাযোগ করলেন। ডাকাবুকো অরুণিমা ছকে নিলেন তাঁর ভবিষ্যৎ লক্ষ্য। অঙ্গচ্ছেদের শারীরিক ও মানসিক যন্ত্রণা ভুলে উত্তরকাশীতে নিজেকে অনুশীলনে ডুবিয়ে দিলেন। মারণ ক্যানসারকে হারানো যুবরাজ সিং ছিলেন অরুণিমার অনুপ্রেরণা।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
২০১৩ সালের ২১ মে। দিনটিকে কোনওদিন ভুলবেন না অরুণিমা। ৫২ দিনের পরিশ্রম সফল করে বিশেষভাবে সক্ষম বিশ্বের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ের নজির গড়েন। বরফের মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ছোট চিরকূট গেঁথে দিয়ে আসেন। (ছবি:ইনস্টাগ্রাম)

২০১৩ সালের ২১ মে। দিনটিকে কোনওদিন ভুলবেন না অরুণিমা। ৫২ দিনের পরিশ্রম সফল করে বিশেষভাবে সক্ষম বিশ্বের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ের নজির গড়েন। বরফের মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ছোট চিরকূট গেঁথে দিয়ে আসেন। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
বিরল কৃতিত্ব গড়েও থেমে থাকেননি অরুণিমা সিনহা। কাঠের পায়ে একে একে সাতটি দেশের সাত শৃঙ্গ জয় করেন। মাউন্ট কিলিমাঞ্জারো(তানজানিয়া), মাউন্ট এলব্রুস(রাশিয়া), মাউন্ট কোসসিউস্কো (অস্ট্রেলিয়া), মাউন্ট অ্যাকনকাগুয়া (দক্ষিণ আমেরিকা), মাউন্ট ডেনালি (উত্তর আমেরিকা) এবং মাউন্ট ভিনসন (আন্টার্কটিকা)।(ছবি:ইনস্টাগ্রাম)

বিরল কৃতিত্ব গড়েও থেমে থাকেননি অরুণিমা সিনহা। কাঠের পায়ে একে একে সাতটি দেশের সাত শৃঙ্গ জয় করেন। মাউন্ট কিলিমাঞ্জারো(তানজানিয়া), মাউন্ট এলব্রুস(রাশিয়া), মাউন্ট কোসসিউস্কো (অস্ট্রেলিয়া), মাউন্ট অ্যাকনকাগুয়া (দক্ষিণ আমেরিকা), মাউন্ট ডেনালি (উত্তর আমেরিকা) এবং মাউন্ট ভিনসন (আন্টার্কটিকা)।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
২০১৪ সালে অরুণিমার লেখা বই 'বর্ন এগেন অন দ্য মাউন্টেন' প্রকাশিত হয়। পদ্মশ্রী, তেনজিং নোরগে সর্বোচ্চ পর্বতারোহী পুরস্কার এবং অর্জুন পুরস্কার সম্মান পান। একদিন যাঁরা ভেবেছিলেন, থমকে গিয়েছে অরুণিমার জীবন তাঁরাই চোখ বিস্ফারিত করে দেখলেন মেয়ের কীর্তি। এক্সপ্রেসের গতিতে কাটা পড়েছিল পা। সেই এক্সপ্রেসের গতিতেই আজ জীবন দৌড়চ্ছে অরুণিমার। আজ ২০ জুলাই ৩৩ বছরে পা দিলেন পর্বতারোহী অরুণিমা সিনহা। হ্যাপি বার্থডে ইনস্পিরেশন।(ছবি:ইনস্টাগ্রাম)

২০১৪ সালে অরুণিমার লেখা বই 'বর্ন এগেন অন দ্য মাউন্টেন' প্রকাশিত হয়। পদ্মশ্রী, তেনজিং নোরগে সর্বোচ্চ পর্বতারোহী পুরস্কার এবং অর্জুন পুরস্কার সম্মান পান। একদিন যাঁরা ভেবেছিলেন, থমকে গিয়েছে অরুণিমার জীবন তাঁরাই চোখ বিস্ফারিত করে দেখলেন মেয়ের কীর্তি। এক্সপ্রেসের গতিতে কাটা পড়েছিল পা। সেই এক্সপ্রেসের গতিতেই আজ জীবন দৌড়চ্ছে অরুণিমার। আজ ২০ জুলাই ৩৩ বছরে পা দিলেন পর্বতারোহী অরুণিমা সিনহা। হ্যাপি বার্থডে ইনস্পিরেশন।(ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery