Happy Birthday Hardik Pandya: ভারতীয় ক্রিকেটের শো স্টপার, হার্দিক আজ ২৯ বছরের
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Oct 11, 2022 | 9:45 AM
ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য, সমর্থকদের ভরসার এক নাম হার্দিক পান্ডিয়া। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে বিপক্ষ দলের মাথাব্যথার বড় কারণ। নিজের দিনে ব্যাটে-বলে বিপক্ষকে ধ্বংস করতে একাই একশো। সেই হার্দিক আজ ২৯ বছরে পা দিলেন।
1 / 6
ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য, সমর্থকদের ভরসার এক নাম হার্দিক পান্ডিয়া। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে বিপক্ষ দলের মাথাব্যথার বড় কারণ। নিজের দিনে ব্যাটে-বলে বিপক্ষকে ধ্বংস করতে একাই একশো। সেই হার্দিক আজ ২৯ বছরে পা দিলেন।(ছবি:টুইটার)
2 / 6
শিরোনামে থাকতে ভালোবাসেন বরাবরই। তা সে মাঠের পারফরম্যান্স হোক অথবা ফ্যাশন বা রাজার মতো জীবনযাপন। কখনও সখনও না চাইলেও নেতিবাচক কারণের জন্যও শিরোনামে এসেছেন হার্দিক। বিতর্ক ঘুচিয়ে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার এখন পুরোদস্তুত ফ্যামিলি ম্যান। (ছবি:টুইটার)
3 / 6
হার্দিকের কেরিয়ারের গোল্ডেন পিরিয়ড চলছে। সকলকে চমকে গুজরাট টাইটান্সকে আইপিএল জিতিয়ে ক্রিকেটে দারুণ প্রত্যাবর্তন করেন হার্দিক। বুঝিয়ে দেন, দেশের হয়ে বিশ্বকাপটা জিততে চান। এশিয়া কাপে পাকিস্তানকে প্রায় একার হাতে হারিয়ে দিয়েছিলেন। (ছবি:টুইটার)
4 / 6
চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হার্দিকের মোট রান ছিল ১০০ এবং ঝুলিতে ছয়টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার যায় তাঁরই ঝুলিতে।(ছবি:টুইটার)
5 / 6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯-২০ সালের ওয়ান ডে ম্যাচে অজি বোলারদের রীতিমতো শাসন করেছিলেন। ৭৬ বলে সেদিন হার্দিকের স্কোর ছিল ৯৬। সাতটি চার এবং একটি ছয়। হার্দিকের ব্যাটে সেদিন স্কোর উঠেছিল তিনশোর উপরে। ম্যাচ ১৩ রানে জেতে ভারত।(ছবি:টুইটার)
6 / 6
টি-২০ বিশ্বকাপ শুরু হতে হাতে আর বেশি সময় নেই। ক্রিকেটের মহারণের জন্য নিজেকে প্রস্তুত করছেন ভারতীয় দলের সম্পদ। ব্যাটে-বলে প্রতিপক্ষ ঘুম উড়িয়ে দিতে কঠোর অনুশীলনে ডুবিয়ে রেখেছেন। তাঁর প্রতি ভারতীয় সমর্থকদের আশা কতটা তা ভালোমতোই জানেন হার্দিক। (ছবি:টুইটার)