Shah Rukh Khan Birthday: এই সিনেমাগুলি শাহরুখ খান করেন নি, কিন্তু এগুলোই আমির খানকে নিজের জায়গা করে দিল…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 02, 2021 | 10:27 AM

আজ বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের জন্মদিন। নিখুঁত ব্যবসায়ী এই মানুষটির কিছু সিদ্ধান্ত তাঁকে সমালোচনার মুখে ফেলেছে বারবার। কিন্তু, আজও তিনি শ্রেষ্ঠ...

1 / 5
রাজকুমার হিরানি মুন্নাভাই এমবিবিএস ছাড়াও 'থ্রি ইডিয়েটস'-এর র‍্যাঞ্চোর চরিত্রে অভিনয় করার জন্য বলেছিলেন শারুখ খানকে। শোনা যায় যে হিরানির সঙ্গে বিশেষ সখ্যতা না থাকার কারণেই শাহরুখ আবারও ফিরিয়ে দেন তাঁকে। যদিও ঘটনার সত্যতা নিয়ে আজও প্রশ্ন থেকেই যায়।

রাজকুমার হিরানি মুন্নাভাই এমবিবিএস ছাড়াও 'থ্রি ইডিয়েটস'-এর র‍্যাঞ্চোর চরিত্রে অভিনয় করার জন্য বলেছিলেন শারুখ খানকে। শোনা যায় যে হিরানির সঙ্গে বিশেষ সখ্যতা না থাকার কারণেই শাহরুখ আবারও ফিরিয়ে দেন তাঁকে। যদিও ঘটনার সত্যতা নিয়ে আজও প্রশ্ন থেকেই যায়।

2 / 5
রাকেশ ওমপ্রকাশ মেহরার 'রঙ দে বসন্তি' ছবিতে কাজ করার ইচ্ছে শাহরুখের ষোল আনা থাকেলও অন্যান্য অনেক সিনেমা আর তারিখের অভাবে তাঁর এই রোল করা হয়ে ওঠেনি। এটাকে নিয়ে তাঁর আফসোসের কথা মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায়।

রাকেশ ওমপ্রকাশ মেহরার 'রঙ দে বসন্তি' ছবিতে কাজ করার ইচ্ছে শাহরুখের ষোল আনা থাকেলও অন্যান্য অনেক সিনেমা আর তারিখের অভাবে তাঁর এই রোল করা হয়ে ওঠেনি। এটাকে নিয়ে তাঁর আফসোসের কথা মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায়।

3 / 5
'দিল চাহতা হে'-এর মতো একটা কাল্ট সিনেমার আকাশের চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখের। কিন্তু, কোনও অজানা কারণে শেষ পর্যন্ত এই রোল করেননি তিনি। সেই কারণের ব্যাপারে আজও কোনও সদুত্তর পাওয়া যায় নি নির্মাতা বা প্রযোজকদের থেকে। শাহরুখও এ বিষয়ে কোনওদিন মন্তব্য করেন নি।

'দিল চাহতা হে'-এর মতো একটা কাল্ট সিনেমার আকাশের চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখের। কিন্তু, কোনও অজানা কারণে শেষ পর্যন্ত এই রোল করেননি তিনি। সেই কারণের ব্যাপারে আজও কোনও সদুত্তর পাওয়া যায় নি নির্মাতা বা প্রযোজকদের থেকে। শাহরুখও এ বিষয়ে কোনওদিন মন্তব্য করেন নি।

4 / 5
'লাগান'-কে শাহরুখের জীবনের অন্যতম বড় ঘটনা বলা যায়। একদিকে এই সিনেমা যেমন ভারতীয় সিনেমার ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল, তেমনই এই সিনেমা শাহরুখের জীবনেও একটা ঝড় আনতে পারতো। কারণ, পরিচালক আশুতোষ নিজে চেয়েছিলেন শাহরুখ যাতে এই সিনেমায় অভিনয়ের পাশপাশি প্রযোজনাও করেন। কিন্তু, শাহরুখ তখন নিজের প্রযোজনায় 'অশোকা'-র শ্যুটে ব্যস্ত ছিলেন। তাই তাঁর কাছে কোনও উপায় ছিল না।

'লাগান'-কে শাহরুখের জীবনের অন্যতম বড় ঘটনা বলা যায়। একদিকে এই সিনেমা যেমন ভারতীয় সিনেমার ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল, তেমনই এই সিনেমা শাহরুখের জীবনেও একটা ঝড় আনতে পারতো। কারণ, পরিচালক আশুতোষ নিজে চেয়েছিলেন শাহরুখ যাতে এই সিনেমায় অভিনয়ের পাশপাশি প্রযোজনাও করেন। কিন্তু, শাহরুখ তখন নিজের প্রযোজনায় 'অশোকা'-র শ্যুটে ব্যস্ত ছিলেন। তাই তাঁর কাছে কোনও উপায় ছিল না।

5 / 5
এই ছবি ছাড়ার প্রধান কারণ ছিল শাহরুখ তাঁর 'লাভার বয়' ইমেজ নষ্ট করতে চান নি। কারণ, এখানে তাঁকে মুম্বইয়ের লোকাল গুণ্ডার চরিত্রে অভিনয় করতে হত। 'রঙ্গিলা। প্রায় ৩৩ কোটি টাকার বেশি মার্কেট করেছিল তখনকার দিনে। পাশপাশি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিল।

এই ছবি ছাড়ার প্রধান কারণ ছিল শাহরুখ তাঁর 'লাভার বয়' ইমেজ নষ্ট করতে চান নি। কারণ, এখানে তাঁকে মুম্বইয়ের লোকাল গুণ্ডার চরিত্রে অভিনয় করতে হত। 'রঙ্গিলা। প্রায় ৩৩ কোটি টাকার বেশি মার্কেট করেছিল তখনকার দিনে। পাশপাশি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিল।

Next Photo Gallery