শুভ জন্মদিন ভিকি কৌশল: ফিরে দেখা পাঁচ ফিল্মি চরিত্র

জন্মদিনে এ বার কোনও সেলিব্রেশন নেই। করোনা আবহেই বাড়িতেই কাটাবেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। ফিরে দেখা যাক তাঁর অভিনীত কিছু আইকনিক চরিত্র।

| Updated on: May 16, 2021 | 1:16 PM
মসান- ২০১৫-এ মুক্তি পেয়েছিল এই ছবি। ভিকির প্রথম বড় ব্রেক। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় এই ছবি। বিশেষত ভিকির পারফরম্যান্স পছন্দ করেন ভারতীয় দর্শকও।

মসান- ২০১৫-এ মুক্তি পেয়েছিল এই ছবি। ভিকির প্রথম বড় ব্রেক। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় এই ছবি। বিশেষত ভিকির পারফরম্যান্স পছন্দ করেন ভারতীয় দর্শকও।

1 / 5
লস্ট স্টেরিজ- যাঁরা রমন রাঘব-এ ভিকিকে দেখেছেন তাঁরা আবার এই ছবিতে ভিকির পারফরম্যান্স দেখে চমকে গিয়েছিলেন। সদ্য বিবাহিত পুরুষ এবং তাঁর সেক্স লাইফ দিয়ে এগিয়েছিল চিত্রনাট্য। ভিকির বিপরীতে কিয়ারা আডবাণীর পারফরম্যান্সও মনে রেখেছেন দর্শক।

লস্ট স্টেরিজ- যাঁরা রমন রাঘব-এ ভিকিকে দেখেছেন তাঁরা আবার এই ছবিতে ভিকির পারফরম্যান্স দেখে চমকে গিয়েছিলেন। সদ্য বিবাহিত পুরুষ এবং তাঁর সেক্স লাইফ দিয়ে এগিয়েছিল চিত্রনাট্য। ভিকির বিপরীতে কিয়ারা আডবাণীর পারফরম্যান্সও মনে রেখেছেন দর্শক।

2 / 5
রাজি- মেঘনা গুলজার পরিচালিত এই ছবি অনেকে বলেন আলিয়া ভাটেরই। হ্যাঁ, আলিয়ার পারফরম্যান্স অন্য স্তরের। কিন্তু ভিকিও কম যান না। এক পাক সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।

রাজি- মেঘনা গুলজার পরিচালিত এই ছবি অনেকে বলেন আলিয়া ভাটেরই। হ্যাঁ, আলিয়ার পারফরম্যান্স অন্য স্তরের। কিন্তু ভিকিও কম যান না। এক পাক সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।

3 / 5
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক- হাউজস দ্য জোশ, হাই স্যার- এই সংলাপ ছবি মুক্তির পর এখনও পর্যন্ত চর্চায় রয়েছে। এই ছবিতে অভিনয়ের পর ভিকি যেন ন্যাশনাল ক্রাশ হয়ে উঠলেন।

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক- হাউজস দ্য জোশ, হাই স্যার- এই সংলাপ ছবি মুক্তির পর এখনও পর্যন্ত চর্চায় রয়েছে। এই ছবিতে অভিনয়ের পর ভিকি যেন ন্যাশনাল ক্রাশ হয়ে উঠলেন।

4 / 5
সঞ্জু- এই ছবি নাকি রণবীর কাপুরের। এমনটাই বলেন সিনে বিশেষজ্ঞরা। তবে এ ছবি একই সঙ্গে ভিকিরও। এ কথা একবাক্যে মেনে নেন দর্শকের বড় অংশ। ভিকি অভিনীত কামলি চরিত্র থেকে যাবে সিনেমার ইতিহাসে।

সঞ্জু- এই ছবি নাকি রণবীর কাপুরের। এমনটাই বলেন সিনে বিশেষজ্ঞরা। তবে এ ছবি একই সঙ্গে ভিকিরও। এ কথা একবাক্যে মেনে নেন দর্শকের বড় অংশ। ভিকি অভিনীত কামলি চরিত্র থেকে যাবে সিনেমার ইতিহাসে।

5 / 5
Follow Us: