Harleen Deol: ‘সেই যে হলুদ পাখি’,… হরলিনের এই ছবি দেখলে কিসের মিল পাচ্ছেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 15, 2022 | 6:00 AM
ভারতের মহিলা ক্রিকেটারদের সৌন্দর্য যে কোনও রূপোলি পর্দার তারকাদেরও পিছনে ফেলে দেয়। বছর ২৪-এর হরলিন কৌর দেওলও রূপের দিক থেকে টেক্কা দিতে পারেন একাধিক বলিউড অভিনেত্রীদের। সোশ্যাল মিডিয়াতেও ভারতের এই মিডল অর্ডারের ব্যাটার বেশ জনপ্রিয়। সম্প্রতি তাঁর পোস্ট করা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
1 / 5
ভারতের মহিলা ক্রিকেটারদের সৌন্দর্য যে কোনও রূপোলি পর্দার তারকাদেরও পিছনে ফেলে দেয়। বছর ২৪-এর হরলিন কৌর দেওলও (Harleen Deol) রূপের দিক থেকে টেক্কা দিতে পারেন একাধিক বলিউড অভিনেত্রীদের। সোশ্যাল মিডিয়াতেও ভারতের এই মিডল অর্ডারের ব্যাটার বেশ জনপ্রিয়। সম্প্রতি তাঁর পোস্ট করা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-হরলিন কৌর দেওল ইন্সটাগ্রাম)
2 / 5
ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার হরলিন কৌর দেওল হলুদ রংয়ের এক সুন্দর আনারকলি পরে নিজের ইন্সটাগ্রামে একাধিক সুন্দর ছবি পোস্ট করেন। ছবি দেখেই বোঝা যায়, তিনি কোনও অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি এত বেশি ছবি তুলে ফেলেন। যার পর নিজেই চিন্তায় পড়ে যান, কোন ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় দেবেন। যার ফলে, তিনি বেশি চিন্তা না করে সবকটি ছবিই পোস্ট করে ফেলেন। এবং ক্যাপশনে লেখেন, "একটি ছবি বেছে নিতে পারলাম না, তাই সবকটা পোস্ট করছি।" (ছবি-হরলিন কৌর দেওল ইন্সটাগ্রাম)
3 / 5
হরলিনের ইন্সটা পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ কমেন্টে লিখেছেন, 'বিশ্বের সব চেয়ে সুন্দরী ক্রিকেটার।' কেউ আবার গানের লাইন 'দেখা তেনু পেহেলি বার ভে.... হোনে লাগা দিল বেকরার ভে...' তুলে ধরে হরলিনের প্রশংসা করেছেন। (ছবি-হরলিন কৌর দেওল ইন্সটাগ্রাম)
4 / 5
ভারতীয় দলের 'বিউটি কুইন' বলা যেতে পারে হরলিনকে। ২০২১ সালের জুলাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে দারুণ ক্যাচ নিয়েছিলেন হরলিন। যা রাতারাতি তাঁকে লাইমলাইটে নিয়ে এসেছিল। ওই ক্যাচের প্রশংসা করেন সচিন-ভিভিএসও। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর শেষ ওয়ান ডে ম্যাচে নেমেছিলেন হরলিন। সেই ম্যাচে মাত্র ৩ রানে আউট হন তিনি। (ছবি-হরলিন কৌর দেওল ইন্সটাগ্রাম)
5 / 5
দেশের জার্সিতে এখনও অবধি ৭টি ওডিআই ম্যাচে এবং ১৪টি টি-২০ ম্যাচে খেলেছেন হরলিন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এবং টি-২০ ক্রিকেটে যথাক্রমে ১০৪ রান এবং ১৪২ রান করেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে ২টি ও ৬টি। (ছবি-হরলিন কৌর দেওল ইন্সটাগ্রাম)